মাঠে তিনি বিদ্ধংসী ব্যাটম্যান, কিন্তু মাঠের বাইরে তিনি কতটা মানবিক তার প্রমাণ দিলেন কেএল রাহুল। মন জিতে নিলেন প্রচুর মানুষের। সম্প্রতি প্রকাশ্যে আসে এক খবর, কেএল রাহুল কর্ণাটকের এক ছাত্রকে পড়ার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। 💧সেই কথাই রাখলেন এবার তিনি। ওই ছাত্রের দ্বিতীয় বর্ষের কলেজ ফি পাঠিয়ে দিলেন রাহুল। কর্ণাটকের বাগলকোট জেলার মহালিঙ্গপুরের বাসিন্দা অমৃত মাভিনাকাট্টি। তাঁর সাহায্যের জন্যই পাশে 🐠দাঁড়িয়েছেন কেএল রাহুল।
দ্য সাউথ ফার্স্টের খবর অনুযায়ী, হুবলির KLE টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির BVB কলেজ ক্যাম্পাসে B.Com প্রথম বর্ষের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মাভিনাকাট্টি, তাঁকেই আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন রাহুল।হুবলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অমৃত মাভিনাকাট্টি বলেছেন, কেএল রাহুল তাঁকে গত বছর কলেজে ভর্তি হতে সাহায্য করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্বিতীয় বছরেও তাঁকে ♓আর্থিকভাবে সাহায্য করবেন।
তিনি বলেন, ‘গত বছর, কেএল রাহুল কলেজে ভর্তি হতে সাহায্য করেছিল। আমিও প্রথম বছরে ৯.৩ সিজিপিএ পেয়েছি। তিনি তাঁর কথায় অটল, আমার দ্বিতীয় বর্ষের পড়াশোনার জন্য ৭৫,০০০ টাকা দিয়েছেন, আমি কেএল রাহুল, মঞ্জুনাথ হেবসুর এবং বাগালকোটের নিথিনকে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য করায় ধন্যবাদ জানাই। আমি পড়🥂াশোনায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব’।
গত এক বছরে রাহুলের ক্যারিয়ার ইনজুরির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। আইপিএল ২০২৩-এর সময়, তাঁর হ্যামস্ট্রিং ইনজুরি হয়। যার কারণে তিনি অনেক ভ🌊ুগছিলেন। এর ফলে তাঁকে গোটা মরশুমেই বেশিরভাগ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল। তাই তাঁকে ভারত🌃ের হয়ে অনেক গুরুত্বপূর্ণ সিরিজও মিস করতে হয়েছিল। তবে সে বছরের শেষের দিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি অসাধারণ প্রত্যাবর্তন করেন। কামব্যাকের পর তিনি ওডিআই বিশ্বকাপ সহ টেস্ট ম্যাচ এবং ওডিআই উভয় ক্ষেত্রেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়েছিলেন।
দুর্ভাগ্যবশত, রাহুল জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ༒হোম টেস্ট সিরিজের শুরুতে হায়দ্রাবাদে ৮৬ রান করার পর তাঁর ডান কোয়াড্রিসেপে ব্যথা অনুভব করেন।ꦕ এরফলে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এই চোট তাঁকে সিরিজের বাকি ম্যাচ থেকেও বাইরে করে দিয়েছিল। তবে সেই সিরিজে ভারত শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল।
প্রসঙ্গত, গতবারের বিশ্বকাপের ফাইনালে খারাপ খেলার পর থেকেই মারাত্মক ট্রোল হয়েছেন কেএল রাহুল। যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তাতে তাঁর ওপর প্রভাব ফেলেছিল, সেটা স্বীকার করেছেন কেএল রাহুল। কিন্তু নিঃশব্দে তিনি চ্যারিটি করে যান, যার জন্য টুপি খুলে অভিবাদন করতেই হবে।𝓀