সম্প্রতি একটি ইউটিউ♒ব শোতে গেছিলেন ভারতীয় মহিলা দলে🍷র প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। সেখানেই মিতালি রাজের বিভিন্ন খুটিনাটি জানতে চাইলেন সঞ্চালক। আর সেখানেই বিভিন্ন মজার তথ্য প্রকাশ পেল। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের একাধিক নজির ছিল। বিশ্বকাপ থেকে শুরু করে রানের তালিকায়, সবেতেই মিতালি ছাপ রেখেছিলেন।
কয়েক বছর আগে মিতালি রাজকে নিয়ে ভারতীয় দলের অন্দরে কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে মিতালির অবশ্য তেমন কোনও দোষ ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ হঠাৎই হরমনপ্রীত কৌর এবং তৎকালীন ভারতীয় দলের কোচ রমেশ পাওয়ার, বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে🌸 মিতালি রাজকে অযথা বসিয়ে দেন, অর্থাৎ খেলাননি।
চলতি বছরে মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের হতশ্রী পারফরমেন্সের পরেও পাল্টা মিতালি রাজ সুর চড়ান ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং তাঁর দলের বিরুদ্ধে। তিনিও দাবি করেন, এই ভারতীয় দলে অনেকটা পরিবর্তন দরকার। হরমনপ্রীত কৌরের🍒 ব্যক্তিগত পারফরমেন্স বাদ দিলে সত্যিই আইসিসির মঞ্চඣে অত্যন্ত অসফল ছিল ভারতীয় দলের বাকি সদস্যরা।
এরই মধ্যে রনবীর আহলাবাদিয়া শোতে গেছিলেন মিতালি রাজ। তাঁর সেই শো যথেষ্ট জনপ্রীয় সেলিব্রেটিদের মধ্যে। অনেক তারকাই সেখানে গিয়ে খোশ মেজাজে কথা বলে থাকেন। ক্রিকেট🍬ার, ফুটবলার, অভিনেতা থেকে রাজনীতিবিদ। নিজের কঠিন কঠিন প্রশ্নে সেলিব্রেটিদের বিপাকে ফেলাই যেন তাঁর কাজ। সেই রনবীরই মজাদার প্রশ্ন করলেন মিতালিকে।
সেই ইউটিউব ভিডিয়োতে মিতালিকে উদ্দেশ্য করে রণবীর প্রশ্ন করেন, ‘কখনও কোনও পুরুষ ক্রিকেটারের সঙ্গে মহিলা ক্রিকেটাররা লুকিয়ে ডেটিং করেছে কিনা ’। এরপরই পাল্টা হেসে ফেলেন মিতালি রাজ। মজা করে বলেন, পেট থেকে কথা বার করার চেষ্টা করছেন রণবীর। এরপর মিতালি বলেন, এরকম হয়েই থাকে💞 ক্রিকেটারদের সঙ্🍷গে মহিলা ক্রিকেটারদের সম্পর্ক।
এরপরই রণবীর সরাসরি চলে আসেন, সন্তানে। অর্থাৎ বাবা মারা যদি ক্রিকেটের সুপারস্টার হয়, তাহলে তাঁদের ছেলে মেয়েদের মধ্🌄যেও তো সেরকম জিন কাজ করবে এবং তাঁরাও সুপার কিড তৈরি হবে। যদিও মিতালি রাজ রণবীরের সঙ্গে একমত না হয়ে বলেন, ‘এক্ষেত্রে বাবা মা ক্রিক🧸েটার হলে সন্তান ক্রিকেটার নাই হতে পারে, সেক্ষেত্রে অন্য কোনও ফিল্ডও বেছে নিতে পারে ’। প্রসঙ্গত ৪১ বছর বয়সেও সিঙ্গলই রয়েছেন মিতালি।