ꩵ ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া রয়েছে গাব্বা টেস্টে চালকের আসনে। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয়নি, কিন্তু দ্বিতীয় দিনেই তা যেন সুদে আসলে পুশিয়ে নিলেন অজি ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের শেষে তাঁদের স্কোর ৭ উইকেটে ৪০৫। এমনিতে গাব্বায় রান ওঠে, সেটা গতবার ভারত যখন গাব্বায় জিতেছিল তখনই দেখা গেছিল। পন্ত, গিলরা ৩০০র বেশি রানের টার্গেটও চেজ করে চতুর্থ ইনিংসে জিতেছিলেন।
ﷺআরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
💞যদিও অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড ভারতীয় বোলারদের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করে গেলেন। হেডকে নিয়ে তাই প্রশংসা করা ছাড়া আর কোনও উপায়ই ছিল না ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের কাছে। তিনি স্বীকার করে নিলেন, যে ব্যাক টু ব্যাক টেস্টে শতরানের জন্য হেডকে কৃতিত্ব দিতেই হবে। তবে বোলারদের পাশেই তিনি দাঁড়ালেন।
🤡আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
꧑আকাশদীপকে এই ম্যাচে খেলানো হয়েছিল হর্ষিত রানার পরিবর্তে। মনে করা হয়েছিল আকাশ হয়ত অজিদের উইকেটে কিছুটা নজর কাড়বেন। কিন্তু প্রায় ২৫ ওভার বোলিং করলেও তিনি একটি উইকেটও পাননি। বরং নীতীশ রেড্ডি একটি উইকেট তুলে নেন, ফেরান ল্যাবুশানকে। মর্কেলের কথায়, ‘আমার মনে হয়েছে আকাশদীপ ভালোই বোলিং করেছেন, সিরাজের চোট লাগে। তবুও দিনের শেষে ও বোলিং করতে এসেছিল। বুমরাহ বিশ্বের এক নম্বর বোলার। বাকি সিমারদের দোষারোপের কোনও জায়গাই নেই ’।
🃏আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
🥃মর্কেলের কথায়, ‘একাধিক টেস্টে দেখা গেছে যেটা, আমাদের ৫০-৮০ ওভারের বোলিংটা ভালো করতে হবে। আমরা প্রথম সেশনে ভালোই বোলিং করেছি, ওরা পুরনো বল হতেই পার্টনারশিপ গড়ে তোলে। আমাদেরও গেম প্ল্যান ছিল কিন্তু আমরা সেটা ঠিকভাবে কাজে লাগিয়েছি কিনা সেটা আলোচনা করতে হবে। আমাদের দেখতে হবে যে প্ল্যান আমরা করেছি, সেটাই বজায় রাখব হেডের এই ব্যাটিংয়ের পরে, নাকি বদলাবো। এই নিয়ে কয়েক দিন আলোচনা চলবেই ’।
ꦰএই টেস্টে অশ্বিন, সুন্দররা খেলেননি। রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হয়েছিল যদিও তিনি ব্যর্থই হয়েছেন একপ্রকার। ১৭ ওভারে দিয়েছেন ৭৬ রান, পাননি একটি উইকেটও। সেই নিয়ে মর্কেল বলছেন, ‘জাদ্দু এই ম্যাচে খেলতে নামার আগে খুব বেশি গেম টাইম পায়নি। তবে ও টেস্টে অনেক উইকেটই নিয়েছে। আমরা একজন বাঁহাতি বিকল্প রাখতে চেয়েছিলাম বোলিংয়ে আর ওর ব্যাটিংয়ের হাতও ভালো। দুর্ভাগ্যবশত আজকের দিনটা ওর ছিল না। তবে ও বিশ্বমানের বোলার, আর ও সেটা বুঝেই বোলিং করবে ’।