বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারত তিন পꦐেসারে দল সাজানোয় অবাক হন অনেকেই। চেন্নাইয়ের পিচে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন✅। তাই কুলদীপ যাদবের মতো স্পিনারকে ভারত বাদ দেওয়ায় জোর চর্চা শুরু হয়ে যায়। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই শেষমেশ যথাযথ প্রমাণিত হয়।
তবে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টিম ইন্ডিয়া। আসলে গ্রিন পার্ক স্টেডিয়ামের কালো মাটির পিচে স্পিনাররা বরাবর সাহায্য পেয়ে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাইশগজ ক্রমশ স্লো হতে থাকে। বাউন্সও কমতে থাকে। তাই এই পিচে কার্য𝓀ত শুরু থেকেই বল ঘোরে অল্প বিস্ཧতর।
কানপুরের পিচে প্রথম দু'দিন ব্যাট করা খুব একটা সমস্যার হয় না। তবে তৃতীয় দিন থেকে স্পিনারদের মোকাবি💫লা করা মুশকিল হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এমন পিচে ভারত বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামতে চাইবে। সেক্ষেত্রে অশ্বিন-জাদেজার স্পিন জুটির পাশাপা💦শি মাঠে নামতে পারেন আরও এক স্পিনার।
আরও পড়ুন:- LLC 2024 Points Table: জোড়া জয়ে শীর্ষে কার্তিকরা, লেজেন্ডস লিগের পয়েন্ট তা꧑লিকা
ভারতের হাতে বিকল্প রয়েছে ২টি। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদ🌠বের মধ্য থেকে কোনও একজনকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। কুলদীপ এমন পিচে অত্যন্ত কার্যকরী হতে পারেন। তবে অক্ষর প্যাটেলের ব্যাটের হাতও খুবই ভালো। অক্ষরকে দলে নিলে সঙ্গত কারণেই ভারতের ব্যাটিং গভীরতা বাড়বে। তাই দুই স্পিনার এক্ষেত্রে লড়াইয়ে থাকছেন সমানভাবে। শেষমেশ কোনও♔ একজনের ভাগ্যে ছিঁড়তে পারে শিকে।
একজন বাড়তি স্পিন🐬ার খেলা💦তে হলে ভারতকে বসাতে হবে একজন পেস বোলার। বুমরাহ অটোমেটিক চয়েজ। চেন্নাইয়ে মন্দ বল করেননি আকাশ দীপ। তবে সিরাজ তুলনায় অভিজ্ঞ। তাই বাড়তি স্পিনার খেলাতে হলে নবাগত পেসার আকাশ দীপকেই সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসাতে পারে টিম ইন্ডিয়া।
অবশ্য কানপুরের প্র্যাক্টিস পিচে পেসারদের জন্য পর্যাপ্ত সাহায্য ছিল বলে খবর। এমন পিচে অনুশীলন করার অন্য উদ্দেশ্য থাকতেই পারে ভারতীয় দলের। পিচে যদি পেসারদের জন্য♔ সাহায্য থাকে, তবে অপরিবর্তিত একাদশেও মাঠে নামতে পারেন রোহিত শর্মারা। সেই সম্ভবনা অবশ্য কম। ব্যাটিং বিভাগে এই মুহূর্তে কোনও রদবদলের তেমন কোনও সম্ভাবনা নেই।
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল, রবীন্দ্র 🍌জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা💧হ ও মহম্মদ সিরাজ।