বিশ্বজয়ী অধিনায়কের হাতেই কি নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ? শেষ খবর অনুযায়ী, এডেন মার্করামের পরিবর্তে সানরাইজার্সের নতুন অধিনায়ক হতে চলেছেন অস্❀ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি আপাতত অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। কমলা ব্রিগেড গত বছর আইপিএল নিলামে ২০.৭৫ কোটি🍒 টাকার রেকর্ড মূল্যে অজি স্পিডস্টারকে কিনে নিয়েছিল। যার ফলে কামিন্স টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড়ের নজিরও গড়ে ফেলেছেন।
গত বছরের নভেম্বরে আমদাবাদে ওডিআই বিশ্বকাপ ফাইনালে হোম টিম ইন্ডিয়াকে হারিয়ে কামিন্সের নেতৃত্বে অস্ট্র📖েলিয়াকে তাদের ষষ্ঠ বিশ্ব শির✱োপা জেতে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াকে তাদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জিততেও সাহায্য করেছিলেন কামিন্স। তাও সেই ভারতের বিরুদ্ধেই।
আরও পড়ুন: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে 🦄দিলেন সৌ🍷রভ
সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরি জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন, সেই বিবেচনা করেই হয়তো অজি অধিনায়কের হাতেই তুলে দেওয়া হতে পা꧂রে দলের দায়িত্ব। যদিও মার্করাম গত দুই মরশুমে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে তিনি এসআরএইচ-কে সাফল্য এনে দিতে পারেননি। অন্যদিকে মার্করাম দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে একজন নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন। এখন দেখার, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন হায়দরাবাদে☂র ফ্র্য়াঞ্চাইজি টিমের কর্তারা!
আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান🎶 কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কꦓর্তা
কোচিং থেকে বিরতি নেবেন স্টেইন
হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব থেকে আসন্ন মরশুমের আগেই সরে দাঁড়াচ্ছেন ডেল স্টেইন। ক্রিকবাজের মতে, স্টেইন তাঁর সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদে💎র জানিয়ে দিয়েছেন। তবে নিজের যাবতীয় সমস্যা এবং প্রয়োজন মিটিয়ে আগামী মরশুমে তিনি ফের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। স্টেইন সরে দাঁড়ানোর ফলে, এসআরএইচ-কে আসন্ন মরশুমের জন্য একজন নতুন বোলিং কোচের সন্ধান করতে হবে। এই সিদ্ধান্ত ভেত্তোর🍌ির সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।
ইতিমধ্যে স্টেইন টুর্নামেন্টে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ডেকান চার্জ থেকে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও তিনি খেলেছেন। তবে ২০২২ সালে হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে যুক্ত হন স্টেইন। স্টেইনের হাত ধরেই কিন্তু উমরান মালিকের মতো প্রতিভার উত্থান। উমরান মালিক সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বি🍃সিসিআই) কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন। প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মরশুমে তাদের প্রথম ম্যাচ খেলবে।