শুভব্রত মুখার্জি:- আইপিএলের ১৭ তম মরশুমে এখনও প্লে অফে যাওয়ার লড়াইতে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তারা মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়ে আরও কিছুটা সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে। কয়েক মরশুম আগেই অভিষেক হয়েছিল লখনউ ফ্র্যাঞ্চাইজি🧔র। তারপর প্রতি মরশুমেই তারা প্লে অফে খেলেছে। এবারও সেই সুযোগ তাদের সামনে রয়েছে। মুম্বই ম্যাচ জিতেও তাই আত্মতুষ্টি💃তে ভুগছেন না কেএল রাহুল। বরং তাঁর সোজাসাপ্টা বক্তব্য আমাদের আরও কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। আগামী ম্যাচগুলোতেই বেশি ফোকাস করতে চাইছেন রাহুল। প্লে অফে দলকে তোলাই আপাতত তাঁর লক্ষ্য তাও স্পষ্ট করেছেন তিনি।
আরও পড়ুন… IPL 2024: বড় সমস্যার সামনে CSK! ট🐈িমের একাধিক🌜 বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল
মুম্বই ম্যাচ জিতে লখনউ দল আপাতত রয়েছে তিন নম্বরে। দশটি ম্যাচ খেলে আপাতত তারা ছয়টি ম্যাচে জয় পেয়েছে। অর্থাৎ তাদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। এদিনের ম্যাচে লখনউয়ের হয়ে জয়ের পথ সুগম করেন তাদের বোলাররা। সেই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মার্কাস সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্টইনিস একটি অর্ধশতরানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের টপ অর্ডা𒆙র এই ম্যাচে খুব সমস্যার মধ্যে পরে প্রথম থেকেই। ফলে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় মুম্বই।
আরও পড়ুন… কেন বাদ গেলেন ক🐓েএল রাহুল? উত্তর দিলেন আগরকর, ইঙ্গিত দিলেন পন্ত নাকি সঞ্জুর কে খেলবেন প্রথম একাদশে
পাওয়ার প্লেতে তাদের স্কোর দাঁড়ায় চার উইকেটে মাত্র ২৮ রꦑান।ফলে ৭ উইকেটে মাত্র ১৪৪ রান করতে সমর্থ হয় মুম্বই ইন্ডিয়ান্স।ইশান কিষান ৩২ এবং টিম ডেভিড অপরাজিত ৩৫ রান করেন। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন নেহাল ওয়াধিরা। তাঁর ৪৬ রানের ইনিংসের পরে ও বেশ গড়পড়তা স্কোর তোলে মুম্বই দল। যা সহজেই তারা করে জয় পায় লখনউ সুপার জায়ান্টস দল। জবাবে মার্কাস স্টইনিসের ৪৫ বলে করা ৬২ রানের ইনিংস দলের জয় নিশ্চিত করে।
আরও পড়ুন… KKR-এর জন্য বড় ধাক্কܫা! IPL 2024-এর মাঝপথেই দেশে ফ𒁏িরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার
এই জয় নিয়ে বলতে গিয়ে রাহুল জানান তিনি এই ম্যাচ জিতে দুই পয়েন্ট পাওয়াতে খুশি। তবে কয়েকটা জায়গায় তাঁর দলের এখনও উন্নতি প্রয়োজন।তিনি জানান, ‘আমাদের হাতে মিডল অর্ডারে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। কেপি রয়েছে, নিকোলাস পুরান রয়েছে। ফলে ওঁরা থাকাকালীন সাজঘরে কিছুটা নিশ্চিন্ত থাকি। এছাড়াও মার্কাস স্টইনিস আজ খুব দায়িত্বশীল একটা ইনিংস খেলেছে। আজকের ২২ গজ বেশ শুকনো ছিল। তারপরও যদি ওরা (মুম্বই ইন্ডিয়ান্স) ১৬০ রান করত। ম্যাচটা অনেক অনেক বেশি প্রতিযোগিতামূলক হত। এখানে (একানা স্টেডিয়ামে) যে কোন দল খেলতে আসার পরে তাদের উইকেট বুঝতে, থিতু হতে সময় লাগে। আমাদের বোলাররা ওদের ব্যাটারদের উপর ক্রমাগত চাপ ফেলেছে। ফলে আমাদের ব্যাটরদের কাজটা অনেকটা সহজ হয়েছে। ম্যাচ জিতে দুই পয়েন্ট পেলে সবসময় খুশি হই। তবে আমাদের এখনো কয়েকটা জিনিস ঠিক করতে হবে। আশা করছি টুর্নামেন্ট যত এগোবে দলগতভাবে আℱমরা তত মোমেন্টাম পাব।’