শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল শুরুর আগেই মেগা নিলামে একদিনে দুবার ইতিহাস রচনা হয়। প্রথমে প্যাট কামিন্সকে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি টাকার বিনিময়ে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ꧒ঘটনার কয়𝔉েক ঘন্টা কাটতে না কাটতেই ভেঙে যায় রেকর্ড। রেকর্ড ভেঙে দেয় কেকেআর! ২৪.৭৫ কোটি টাকা ব্যয় করে মিচেল স্টার্ককে দলে নেয় কেকেআর। ফলে তাঁর উপর স্বাভাবিকভাবেই ভালো পারফরম্যান্স করার প্রত্যাশা রয়েছে কেকেআরের কোটি কোটি সমর্থকদের।
তবে সেই আশা পূরণ করা তো দূর অস্ত তার ধারে কাছেও আসতে পারেননি মিচেল স্টার্ক। ফলে বিভিন্ন মহল থেকে এত টাকা ব্যয় করে স্টার্ককে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই মিচেল স্টার্ককে এত টাকা ব্যয় করে দলে নেওয়াকে খারাপ ‘বিনিয়োগ’ বলছেন। এমন আবহেই কেকেআরের সিইও বিষয়টি ▨নিয়ে মুখ𓄧 খুলেছেন । ঠিক কী জানিয়েছেন তিনি? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়🅘ুন… ভিডিয়ো: খোলা মাঠে সকলের সামনে রোহিত শর্মাকে চুমু খেতে গেলেন শেন বন্ড! কী হলཧ তারপর?
সোমবার কলকাতার আরসিজিসিতে অনুষ্ঠিতꦕ এক অনুষ্ঠানে উপস্থিত হন কেকেআরের বেশ কয়েকজন ক্রিকেটার। ছিলেন সিইও ভেঙ্কি মাইসোরও। নাইটদের গল্ফের ইভেন্ট শুরুর আগে তিনি জানান, ‘মিচেল স্টার্ক একজন সুপারস্টার। ও একজন কোয়ালিটি ক্রিকেটার। আমরা ওঁর পিছনে যে টাকাটা খরচ করেছি সেটাকে আমরা বিনিয়োগ বলে ভাবছিই না। কারণ আমরা নিলামে যাই ভালো ক্রিকেটারকে দলে নিতে। আর সেই নিলামে অনেক কিছুই ঘটে।সবকিছুকে বিনিয়োগের প্রেক্ষিতে বিচার করলে চলবে না। ওখানে যা ঘটনা ঘটে তা কোন সময়েই কোন ক্রিকেটারের হাতে থাকে না। বলা যায় কারুর হাতেই থাকে না। ফলে ওই কারণে ক্রিকেটারদেরকে দোষারোপ করাটা মোটেও ঠিক নয়।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা মনে করেছিলাম মিচেল স্টার্কের মতন একজন ক্রিকেটারকে দলে নেওয়াটা দলের জন্য ভালো হবে। দলে ও ভ্যালু যোগ করবে। সেটা অবশ্যই হয়েছে। আমি মনে করি প্রথম একাদশে ওঁর উপস্থিতিই একটা আলাদা ডায়নামিক যোগ করে দলের জন্য। আমাদে﷽র সাপোর্ট স্টাফরা চাইছিল নির্দিষ🌞্ট স্কিলের একজন ক্রিকেটারকে। আর আমরা মনে করি আমরা স্টার্ককে দলে নিয়ে সেটা পূরণ করতে পেরেছি।’
প্রথম দুটি ম্যাচে মিচেল স্টার্ক আট ওভার বল করে ১০০ রানের উপর দিয়েছেন। একটিও উইকেট পাননি। রবিবার আরসিবির বিরুদ্ধেও স্টার্ক ছিলেন বর্নহীন। ম্যাচের শেষ ওভারে কর্ন শর্মার মতন ব্♑যাটার🃏ও তাঁকে চার বলে তিনটি ছক্কা হাঁকান। আর এরপরেই সমালোচনাতে বিদ্ধ হতে হচ্ছে মিচেল স্টার্ককে।