শুক্রবার ইডেনেই কলকাতা নাইট রাইডার্সের বোলারদের ছাতু করে, তাদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিয়েছে পঞ্জাব কিংস। এই জয়ে অন্যতম কাণ্ডারি ছিলেন শশাঙ্ক সিং। তিনি চারে ব্যাট করতে নেমে মাত্র ২৮ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি ছক্কা এবং ২টি চার। এবং তার পরেই নকল করেন কেকেআর-এর কর্ণধার শাহরুখ খানকে।
রমনদীপ সিং-এর বলে শশাঙ্কই ম্যাচজয়ী শটটি মেরেছꦗিলেন। এবং ২৬২ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও হয়েছে এই ম্যাচে।
আরও পড়ুন: ২৬২ করেও হার, খতিয়ꦯে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স
কিং খানকে নকল করলেন শশাঙ্ক
ম্যাচের পরে পঞ্জাব কিংসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, শশাঙ্ক বিশ্বরেকর্ড গড়া জয়ের সেলিব্রেশন করতে গিয়ে আবার কেকেআর-এর কর্ণধার শাহরুখ খানের আইকনিক পোজ নকল করেন। ভিডিয়োটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘Sssshhhh…. Shaaaaa🐈shaaaaa… Shashankkkkkk!’ শাহরুখের মতোই শশাঙ্ক তাঁর দু'হাত ছড়িয়ে পোজ দিয়েছেন। ব্যাকগ্রাইন্ডে বাজছে কিং খানের ব্লকবাস্টার মুভি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর মিউজিক। শশাঙ্ককে বলতে শোনা গিয়েছে, ‘ধন্যবাদ ইডেন গার্ডেন্স।’
এদিকে শাঙ্ক সিংয়ের পারফরম্যান্সে একেবারে মুগ♋্ধ জনি বেয়ারস্টো। শশাঙ্কের সঙ্গে বেয়ারস্টো তৃতীয় উইকেটে অপরাজিত ৮৪ রানের জুটি গড়ে দলকে জেতান। শশাঙ্কের ইনিংস সামনে থেকে দেখার পর বেয়ারস্টো বলেছেন, ‘ও একজন বিশেষ খেলোয়াড়। ওর মতো খেলোয়াড় দলে পাওয়াটাই বড় কথা। ও যে ভাবে মাঠে এসে খেলেছে, তা ছিল অবিশ্বাস্য দৃশ্য। ক্রিকেট নিয়েও ওর বোঝাপড়া অসাধারণ। ও একজন ভালো এবং শান্ত স্বভাবের খেলোয়াড়। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাব কিংসের সফল রান তাড়ায় ও যেভাবে ব🍬্যাট করেছে, তার জন্য ওর পুরো কৃতিত্ব পাওয়া উচিত।’
আরও পড়ুন: ২৬২ তাড়া করে জয়, T20-ত🌠ে ইতিহাস লিখল প𓆉ঞ্জাব, IPL-এও RR-এর নজির ভেঙে গেল, হল নয়া রেকর্ড
ম্যাচের সংক্ষিপ্ত ফল
শুক্রবার হাই স্কোরিং ম্যাচে কেকেআর-এর বোলারদের একেবারে কাঁদিয়ে ছাড়ে পঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাইটরা ৬ উইকেট হারিয়ে ২৬১ রান করেছিল। ওপেন করতে নেমে সুনীল নারিন এবং ফিল সল্ট একেবারে ঝড় তোলেন। তারা প্রথম উইকেটে ১০.২ ওভারে ১৩৮ রান করে ফেলেছিল। ৩২ বলে ৭১ করেন নারিন। সল্ট করেন ৩৭ বলে ৭৫ রান। এছাড়া ২৩ বলে ৩৯ করেন বেঙ্কটেশ আইয়ার, ১২ বলে ২৪ কꩲরেন আন্দ্রে রাসেল, ১🐻০ বলে ২৮ করেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KK𒁃R, এক ধাপ উপরে থেকে ﷽গেল SRH
রান তাড়া করতে নেমে পঞ্জাব ব্যাটাররাও সুনামি বইয়ে দেন। প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো মিলে প্রথম থেকেই বিধ্বংসী মে𓆉জাজে ছিলেন। ২০ বলে ৫৪ করে প্রভসিমরন রানআউট হলেও, বেয়ারস্টো সেঞ্চুরি হাঁকান। তাঁকে এর পর সঙ্গত করেন শশাঙ্ক সিং। ৪৮ বলে অপরাজিত ১০৮ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেয়ারস্টো। ২৮ বলꩲে ৬৮ করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ১৮.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ২৬২ করে ফেলে পঞ্জাব কিংস।