টি২০ বিশ্বকাপ শুরুর ⭕আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচকে সাবধান করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ড্রেসিং রুমে কোচের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে যদি দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের মধ্যে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলার এক মাসের মধ্যেই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। দলের দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে সম্পর্কের অবনতির কথা কারোরই অজানা নয়। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে এনেছিল টিম ম্যানেজমেন্ট। ড্রেসিং রুমের পরিবেশ ঠিক না হলে, কি হয় সেটা প্রমাণ হয়ে গেছে মুম্বইয়ের পারফরমেন্সেই। ফলে একই বিষয় যাতে জাতীয় দলে প্রভাব না ফেওলে, সেই দায়িত্বই নিতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে।
আরও পড়ুন-যুগ পাল্টাচ্ছে, তাই এখন যুবদের বোঝার চেষ্টা করছি, বিতর্ক নিয়ে মুখ খুললেন নাইট🍃 কোচ
গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের তাঁর সম্পর্কের অনবতির কথা সকলেই জানতেন। এরপর ড্রেসিং রুমে পরিবেশ কিছুটা খারাপ হতেই ২০০৭ সালে বিশ্বকাপে জঘন্য পারফরমেন্স ছিল টিম ইন্ডিয়ার। সেই অভিজ্ঞতা থেক💃েই রাহুল দ্রাবিড়ের কাজটা এবারে অনেক বেশি। কারণ দলের প্রস্তুতির পাশাপাশি দুই ক্রিকেটার যাতে মানসিক দিক থেকেও ফুরফুর থাকতে পারেন, সেদিকেই নজর দিতে হচ্ছে কোচ দ্রাবিড়কে। ইরফান পাঠানের আশা, এমআই ড্রেসিং রুমে হওয়ার ঘটনার রেশ, জাতীয় দলে আনতেই দেবেন না দ্রাবিড়।
আ🔯রও পড়ুন-কিংস কা🍨পের ফাইনাল হারের পর মাঠেই কান্নায় ফেটে পড়লেন রোনাল্ডো, ভিডিয়ো
ইরফান পাঠান, ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগে বলছেন, ‘২০০৭ সালে ঘটনা বা মুম্বইয়ের এবারের ঘটনা নিয়ে আমি কথা বলতেই চাই না। কারণ এখানে দেশের জন্য তোমায় ম্যাচ জিততে হবে। দলে পেস বোলার 𝓡মাত্র ৩ জন, তাই অলরাউন্ডার হিসেবে হার্দিকের অনেক দায়িত্ব রয়েছে, শিবম দুবেও রয়েছেন বটে। তবে হার্দিক একজন ম্যাচ উইনার, তাই ওর থাকার ফলে ওয়েস্ট ইন্ডিজে দিনের ম্যাচ গুলোয় অতিরিক্ত স্পিনার খেলানোর সুবিধা পাবে ভারত। তাই আমি মনে করি, হার্দিককেও ভালো পরিবেশ দিতে হবে যেখানে ও 🎃নিজের সেরাটা দিতে পারে। তাই আইপিএলের কথা টি২০ বিশ্বকাপে মঞ্চে আর যাতে না হয়, সেটাই দেখতে হবে’।
আরও পড়ুন-ভারত জয় করার পর এবার মন জয় করল নাইট রাইডার্স, বিশ্বকাপের আগে তুলল ‘আমি ই🍎ন্ডিয়া ’ স্লোগান
কোচ রাহুল দ্রাবিড়কে পাঠানের বার্তা, বেশি আগ্রাসী যেন না হন তিনি। এক্ষেত্রে গ্রেগ চ্যাপেলের প্রসঙ্গ এনে প্রাক্তন পেসার বলছেন, ‘অস্ট্রেলিয়ায় কোনও সেলিব্রিটি ক𓃲ালচার নেই, কিন্তু আমাদের এখানে আছে। তাই গ্রেফ চ্যাপেলের উদ্দেশ্য ভালো হলেও তিনি সফল হতে পারেনি, কারণ ভারতীয়দের সঙ্গে অজিদের মানসিকতা মেলে না। তাই আমি ওনাকেও বলেছিলাম, এখানে আগ্রাসী ♋হলেই হয় না ’।