ব্যাটারদের ব্যর্থতায় জলে গেল গায়ানা টেস্টের প্রথম ইনিংসে শামার জোসেফের আগুনে বোলিং।꧟ নিজেদের ডেরায় প্রোটিয়াদের মাত্র ১৬০ রানে আটকে রেখেও প্রথম ইনিংসের নিরিখে লিড নিতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকায়। দক্ষিণ আফ্রিকা প্রথম দিনেই তাদের প্রথম ♒ইনিংসে অল-আউট হয় মাত্র ১৬০ রানে। প্রোটিয়াদের প্রথম ইনিংস স্থায়ী হয় ৫৪ ওভার।
শামার জোসেফের আগুনে বোলিংয়েই ঝলসে যায় প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। এডেন মার্করাম ১৪, ত্রিস্তান স্টাবস ২৬, ডেভিড বেডিংহ্যাম ২৮, কাইল ভেরেইন ২১, ডেন পিয়েডট ♌৩৮ ও নান্দ্রে বার্গার ২৩ রান করেন। একসময় ৯৭ রানে ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তারা শেষ উইকেটের জুটিতে ৬৩ রান যোগ করে লড়াইয়ের রসদ জোগাড় করে নেয়।
শামার জোসেফ ১৪ ওভার বল করে ৩৩ রানಌের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। জয়ডেন সিলস নেন ৩টি উইকেট।🍒 ১টি করে উইকেট সংগ্রহ করেন জেসন হোল্ডার ও গুড়াকেশ মোতি।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ধারাবাহিকভাবে ♑উইকেট খোয়াতে থাকে। তারা প্রথম দিনে ২৮.২ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে প্রথম দিনে ১৭টি উইকেটের পতন হয়।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে লাঞ্চের আগেই প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় 🌺ওয়েস্ট ইন্ডিজ। ৪২.৪ ওভারে তারা ১৪৪ রান তোলে। অর্থাৎ, প্রোটিয়াদের ১৬০ রান তাড়া করতে নেমে ১৬ রানে পিছিয়ে পড়ে ক্যারিবিয়𝓡ান দল।
জেসন হোল্ডার ব্যাট হাতে একপ্রান্ত আকড়ে লড়াই চালান। তিনি ৮৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। কেসি কার্টি ২৬ ও শামার জোসেফ ২৫ রানের যোগদান 🧸রাখেন। ১১ রান করেন গুড়াকেশ মোতি।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ৯ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন উইয়ান মাল্ডার। ৪৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন নান্দ্রে বার্গ🌳ার। ৮ রান খরচ করে ২টি উইকেট নেন কেশব মহারাজ। ১টি উইকেট পকেটে পোরেন কাগিসো রাবাদা।