সদ্য সমাপ্ত আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। গোটা প্রতিযোগিতা জুরেই মুম্বই ইন্ডিয়ান্স দলের এই তিন ক্রিকেটার পারফর্মেন্স করে গেছেন। সূর্যকুমার যাদবও কয়েকটা ম্যাচে ভালোই 𓆏খেলেছিলেন। অক্ষর প্য়াটেল,বিরাট কোহলি ফাইনালে বড় রান করেছিলেন। এরপর দঃ আফ্রিকার বিপক্ষে হারতে বসা ম্যাচ জয়ের পিছনে বড় অবদান রয়েছে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়ার।
শেষ দিকের কয়েকটা ওভারে ভারতীয় দলকে খেলায় ফেরান জসপ্রীত বুমরাহ, তিনি শেষ স্পেলে দিয়েছিলেন মাত্র ৬ রান, নিয়েছিলেন একটি উইকেটও। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া এনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারকে আউট করে ম্যাচ ভারতের দিকে নিয়ে আসেন। তবে শেষ ওভারে মিলারের আউটের পিছনে সব থেকে বেশি ভূমিকা ছিল সূর্যকুমার যাদবের নেওয়া অনবদ্য ক্যাচের। যদিও তাঁর কদিন আগেই হার্দিকের সঙ্গে রোহ⭕িত,বুমরাহ,সূর্যদের সম্পর্ক নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল, এবার সেই নিয়েই মুখ খুললেন বুমর🐼াহ।
আরও পড়ুন-‘চোট না থাকলে, আমি আবার সোনা জিততাম’!🐓 এক সপ্তাহ পরেও আক্ষেপ যাচ্ছে না নীরজের…
হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদে চলতি আইপিএলের আগেই দায়িত্ব নিয়ে আসেন, আর তাতেই সরে যেতে হয় রোহিত শর্মাকে। এরপরই জল্পনা তৈরি হয় রোহিত অনুগামী সূর্য, বুমরা♍হরা নাকি এড়িয়ে চলছিলেন হার্দিককে। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাও প্রতি ম্যাচেই কটুক্তি করেছেন হার্দিককে, এবার এই নিয়েই নিজেদের পক্ষে সাফাই দিলেন বুমরাহ।
আরও পড়ুন-RG কর-কাণ্ডের জের! নিরাপত্তার অভাবে ডা💖র্বি বাতিল! ডুরান্ডের কোয়ার্টারে ইস্ট🔥-মোহন
ভারতীয় দলের তারকা স্পিডস্টার যিনি টি২০ বিশ্বকাপে সিরিজের সেরা ক্রিক🎃েটার হয়েছেন, সেই জসপ্রীত বুমরাহ বলছেন, ‘আমরা হার্দিকের পাশেই ছিলাম। এরকম পরিস্থিতিতে মুখে হাসি রাখতে হয়। আমরা দল হিসেবে একদমই দর্শকদের কটুক্তির বিষয়টিকে সমর্থন করি না। আমরা এটার সঙ্গে একমতও নই। আমরা তাই সব সময়ই হার্দিকের সঙ্গে কথা বলেছি,যখনই ওর কোনও দরকার পড়েছে। কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই যেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর কি বা বলা যায়'।
💛আরও পড়ুন-আমরা বিসিসিআইকে কোনও আবেদন করিনি,ওরাই করেছে…আনক্য𓆉পড রুল নিয়ে বললেন সিএসকে সিইও!
বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ প্রসঙ্গে আরও বলছেন, ' বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই মানুষের ভাবনা বদলে যায়♚ ওকে নিয়ে। এটা খেলার একটা অঙ্গ। গোটা বিশ্ব আমাদের বিরুদ্ধে থাকে কখনও কখনও, তবে আমরা সব সময়ই চেয়েছি যতটা সম্ভব ওর পাশে থাকতে ’। এবারের আইপিএলে হার্দিকের পারফরমেন্স তেমন না থাকলেও টি২০ বিশ্বকাপে ১৪৪ রানের পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।