লর্ডসের মাটিতে ঐতিহাসিক পারফরমেন্স করলেন জো রুট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে শতরানের প🌱র এবার দ্বিতীয় ইনিংসেও শতরান করলে💝ন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। টেস্ট ফরম্যাটে নিজের ৩৪তম শতরান করে ফেললেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বাকিরা তেমন সফল না হলেও একাই লড়ে গেলেন রুট।
জো রুটের অনবদ্য শতরানের সৌজন্যে লর্ডস টেস্টে চালকের আসনে ইংল্যান্ড দল। ♌প্রথম ইনিংসে করেছিলেন ১৪৩ রান, আর দ্বিতীয় ইনিংসে রুট করলেন ১০৩ রান। দলের বাকিরা কেউই দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করতেও পারেনি। 💎ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ২৫১ রানে। একদিনের ম্যাচের ঢংয়েই এদিন শতরান করলেন রুট। অবশ্য ইংল্যান্ড দলও বাজবল নীতি অবলম্বন করেই খেলল দ্বিতীয় ইনিংসে। কারণ তাঁদের ২৫১ রান উঠল ৫৪.৩ ওভারে।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নে🌸ওয়া ক𝓀্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শেষ বল পর্যন্তই খেললেন জো রুট। ইংরেজদের মিডল অর্ডার ব্যাটার ১০৩ রানের মাথায় লাহিরু কুমারার বলে কামিন্দু মেন্দিসের হাতে ধরা পড়ে মাঠ ছাড☂়েন। কিন্তু ততক্ষণেই ইতিহাস গড়ে ফেলেছেন শেফিল্ডের এই ক্রিকেটার। ঐতিহাসিক লর্ডসকে নি🅺জের নামের পাশে এক টেস্টে লিখে ফেলেছেন জোড়া শতরানের কৃতিত্ব।
আরও পড়ুন-মেহেদির ঘ🧸ূর্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভ🌠ান্টেজ বাংলাদেশ…
লাহিরু কুমারার বলে চার মেরে শতরান তোলার সঙ্গে সঙ্গেই নিজের দেশের প্রাক্তন অধিনায়ক অ্যালিয়েস্টার কুকের রেকর্ড ছাপিয়ে গেলেন রুট। দুই তারকাই এতদিন ছিলেন ৩৩টি শতরানে, তবে রুট পেয়ে গেলেন নিজের ৩৪তম শতরান। কুক অবশ্য অনেকদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লর্ডসের মাটিতে এটা রুটের সপ্তম শতরান। এর আগে ঐতিহাসিক গ্রাউন্ডে ৬টি করে শতর꧑ান ছিল মাইকেল ভন এবং গ্রাহাম গুচের। তাঁদেরই এবার টপকে গেলেন ইংল্যান্ডের এই স্টাইলিশ ব্যাটার।
আরও পড়ুন-পাকিস্তান দলে স্বজনꦆপোষণ,মিথ্যার ফুলঝুরি আর বঞ্চনা চলছে! বিস্ফোরক তারকা ক্রিকেটার…
লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে শতরানের নজির গড়লেন জো রুট। এর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি, ইংল্য♌ান্ডের গ্রাহাম গুচ এবং প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের দুই ইনিংসে শতরানের নজির ছিল। তাঁদের নামের পাশে এবার নাম লিখিয়ে ফেললেন জো রুট। ৩৪তম শতরানের সৌজন্যে তিনি টেস্টে সর্বকালে সবচেয়ে বেশি টেস্ট শতরানের নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের ইউনিস খানের সঙ্গে। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে শতরানের নিরিখে তাঁর সামনে রয়েছেন রাহুল দ্রাবিড় (৩৬), কুমার সাঙ্গাকারা(৩৮), রিকি পন্টিং(৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং সচিন তেন্ডুলকর (৪৯)।