ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার কি ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরের দিকে যোগ দেবেন? বেঙ্গালুরুতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে একটি ম্যাচে আর্চারের বোলিং করার🐼 একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এর দু'দিন পরে, রবিবার আর্চারের একটি ইনস্টাগ্রাম স্টোরি সেই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।
আর্চারকে নিয়ে জল্পনা চলছে যে, তিনি ২০২৪ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, আরসিবির হয়ে অনুশীলন করার জন্য এই খেলোয়াড়কে নাকি অনুরোধও করা হয়েছে। আর্চার কাউন্টি দল স🐼াসেক্সের সঙ্গে বেঙ্গালুরুতে একটি শিবির করছেন। যে কারণে আরসিবি তাঁকে অনুরোধ জানিয়েছে। এতে বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের সুবিধে হবে। তাঁদের সঙ্গে জোফ্রা অর্চার অনুশীলন করলে, তা ব্যাটসম্যানদের কাজে লাগবে। তবে আর্চার তাতে রাজি হবেন কি না, সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। মাত্র পাঁচ দিন পরেই অর্থাৎ ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২৪ মরশুমের ওপেনিং ম্যাচ খেলবে আরসিবি।
আরও পড়ুন: যে কোনও মূল্যেই কোহলিক♓ে T20 WC-এর দলে চাই- BCC✱I সচিবকে জানিয়ে দিয়েছেন রোহিত
আর্চারকে গত নভেম্বরে দুবাইতে মিনি-নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছিল। ২০২৩ সালের মে মাসের পর ত𝄹িনি এই সপ্তাহের শুরুতে প্রথম বারের মতো অ্যাকশনে ফিরে আসেন। ইংল্যান্ডের পেসার সাসেক্স স্কোয়াডের সঙ্গে প্রাক-মরশুমের অংশ হিসেবে কর্ণাটকে শিবিরে যোগ দেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এটি সাসেক্সের প্রস্তুতি শিবির।
শুক্রবার ভাইরাল হওয়া ভিডিয়োতে আর্চারকে কেএসসিএ একাদশের হয়ে খেলতে দেখা গিয়েছিল। আলুরে একটি দু'দিনের প্রস্তুতি ম্যাচে বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। যে ম্যাচে তিনি নিজের কাউন্টি 🌸দলের বিপক্ষে উইকেটও তুলে নিয়েছিলেন। এর পরেই আর্চারের ২০২৪ মরশুমে আইপিএল খেলা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এর পর আবার রবিবার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন আর্চার। বেঙ্গালুরু ড্রেসিংরুমের একটি ছবি শেয়ার করে আর্চার আরসিবি ভক্তদের আশা বাড়িয়ে দিয়েছেন।
আর্চারকে ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল। জসপ্রীত বুমরাহের সঙ্গে আর্চারের জুটি নিঃসন্দেহে আধুনিক যুগে সবচেয়ে মারাত্মক পেস-বোলিং আক্রমণ হতে পারত। কিন্তু আর্চার সে বার চোটের কারণে পুরো আইপিএল সিজন মিস করেন। পরের বছর মুম্বই তাঁকে রিটেন করে। তিনি দলে ফিরলেও, মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। এর পর, কনুইয়ꩵের চোটের পুনরাবৃত্তি হওয়ায় তিনি ছিটকে যান। এই বছর আরসিবি-তে তাঁর যোগ দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।