বীরেন্দ্র সেহওয়াগের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রিশরান করার নজির রয়েছে করুণ নায়ারের। তবে সেই অর্থে ভারতীয় ক্রিকেটের কুলীনকুলে জায়গা করে নিতে পারেন🐻নি তারকা ব্যাটার। টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা ছাড়াও অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ও ভারতীয়-এ দলের জার্সিতে মাঠে নেমেছেন। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন। সুতরাং, বোঝাই যাচ্ছে করুণের প্রতিভা ಞকতটা।
তবে ৩২ বছর বয়সেই কার্যত জাতীয় স্তরে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে করুণ নায়ারকে। এমনকি নিজের রাজ্যদল কর্ণাটক ছেড়ে নায়ার এখন ঘরোয়া ক্রিকেট খেলেন বিদর্ভের হয়ে। তিনি যে ফুরিয়ে যাননি, সেটা প্রমাণ করে♑ চলেছেন সমানে। গত রঞ্জি ট্রফিতে বিদর্ভকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন করুণ। ফাইনালে দল হারলেও করুণের🍰 লড়াই প্রশংসা কুড়োয় বিশেষজ্ঞদের।
রঞ্জির কোয়ার্টার ফাইনাল (৯০ ও ৩৪), সেমিফাইনাল (৬৩ ও ৩৮) ও ফাইনালে (০ ও ৭৪) পরপর হাফ-সেঞ্চুরি করে নায়ার বুঝিয়ে দেন, বড় মঞ্চের খেলোয়াড় তিনি। ব্যাট হাতে নায়ার সেই ধারাবাহিকতা বজায় রাখেন কাউন্টি ক্রিকেটেও। সারা ক্রিকেটবিশ্বের নজর যখন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে, নিজের দেশের ক্রিকেট মহাযজ্ঞ ছেড়ে নায়ার তখন লড়াইয়ে নামেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সাসেক্সের বিরুদ্ধে প্রꦿথম ম্যাচের প্রথম ইনিংসেই তিনি দুর্দান্ত অর্ধশতরান করেন। রঞ্জি ও কাউন্টি মিলিয়ে শেষ ৭টি ফার্স্ট ক্লাস ম্যাচে করুণ নায়ার এই নিয়ে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন।
নর্দাম্পটনশায়ারের হয়ে সাসেক্সের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে করুণ নཧায়ার ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ১০৪ বলের লড়াকু ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন লিউক প্রোক্টরের (৯২) পরে নায়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহ করেন এই ইনিংসে। নায়ারের ফার্স্ট ক্লাস কেরিয়া🌠রের এটি ৩২তম হাফ-সেঞ্চুরি।
উল্লেখ্✃য, করুণ নায়ারকে গত আইপিএলে চোট পাওয়া লোকেশ রাহুলের পরিবর্তে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। যদিও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। আইপিএল ২০🐻২৪-এর নিলামের আগে নায়ারকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় সুপার জায়ান্টস। তিনি ২০২৪ আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন।
আইপিএল ২০২৪-এর আপডেটেড পয়েন্ট টেবিলে 💙চোখ রাখতে ক্লিক করুন এ🗹খানে
করুণ নায়ার শেষবার আইপিএলে মাঠে নামেন ২০২০ সালে। সব মিলিয়ে ৭৩টি আইপিএল ম্যাচে মাঠে 🎀নেমে করুণ ২৪.২৬ গড়ে ১৪৮০ রান সংগ্♍রহ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তাঁর হাফ-সেঞ্চুরি রয়েছে ১০টি।