পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় গ্যারি কার্ꦇস্টেন। এর পরেই বাইশ গজে শুরু হয়েছে বিতর্কের ঝড়। পাকিস্তান ক্রিকেটে রাজনীতি ও দলাদলির বিষয়টি কারোর কাছেই অজানা নয়। এমন অবস্থায় গ্যারি কার্স্টেন হঠাৎ তার পদ থেকে পদত্যাগ করার পরেই পাকিস্তা ক্রিকেটে বিতর্কের আগুন জ্বলে উঠেছে।
🦄বর্তমানে গ্যারি কার্স্টেন এবং পাকিস্তান ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। বর্তমানে পাকিস্তানকে তীব্রভাবে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সবাই বলছে যে কার্স্টেনকে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন একজন প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড়। পাকিস্তানকে খোঁচা দিয়েছেন তিনি।
আরও পড়ুন… BGT 2024-25: বিরাটে༺র ফর্মে ফেরা রোহিতদের জন্য খুব দরকার, পূজ꧃ারার কথা মনে করালেন প্রাক্তন নির্বাচক
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন কেভিন পিটারসেন
আসলে গ্যারি কার্স্টেনের আকস্মিক পদত্যাগের পর পাকিস্তানের ওপর ক্ষুব্ধ ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটা🌃রসেন। পাকিস্তানকে কটাক্ষ করেছেন পিটারসেন। পিটারসন সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তানকে সতর্ক করে এই সব বন্ধ করতে বলেছেন। প্রাক্তন ইংল♒িশ ব্যাটসম্যান পিটারসেন 'এক্স'-এর একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট কীভাবে গ্যারি কার্স্টেনকে তার কোচিং বায়োডাটা দেখার পরেও হাতছাড়া করতে পারে? গত কয়েক সপ্তাহে এক ধাপ এগিয়ে ছিল তবে আজ আবার তারা দুই ধাপ পিছিয়ে গেল। নিজেদের সঙ্গে এমনটা করা বন্ধ করুন। এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার খুব বেশি প্রতিভা আছে কি!’
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিতভাবেই প্রত্যাবর্তনের পথে চলে এসেছে। কিন্তু পাকিস্তান ক্রিকেটের☂ অবস্থা এখনও একই। মাঠের বাইরে রাজনীতি চলছে এবং আকস্মিক পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে।
গ্যারি কার্স্টেন ৬ মাসও থাকতে পারলেন না-
ইনজামাম-উল-হক ও মহম্মদ হাফিজের পর এবার পাকিস্তান ক্রিকেটে আরও একটি বড় পদত্যা𒁃গ দেখা গেল। আসলে, পাকিস্তানের সাদা বলে ক্রিকেট দলের প্রধান কোচ গ্যারি কার্স্টেন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি ২ বছরের জন্য প্রধান কোচের পদে নিযুক্ত হন। এমনকি কার্স্টেনের মেয়াদের ৬ মাসও পূর্ণ হয়নি যখন তিনি তার পদ ছেড়েদিলেন।
আরও পড়ুন… তাহলে 𒊎কি কুলদীপের সঙ෴্গে অন্যায় করা হচ্ছে? ভারতীয় দলের নির্বাচন নিয়ে আকাশ চোপড়ার বড় প্রশ্ন
কেন হঠাৎ পদত্যাগ করলেন গ্যারি কার্স্টেন?
গ্যারি কার্স্টেনের পদত্যাগপত্র গ্রহণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাদা বলের দলের দায়িত্বও দিয়েছে টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেসপিকে। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন খেলোয়াড়কে অল ফর🌳্ম্যাটের (ODI, Test, T20I) পাকিস্তানের প্রধান কোচ করেছে PCB। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে গ্যারি কার্স্টেন কেন হঠাৎ পদত্যাগ করলেন? এর♕ পিছনের কারণ বেরিয়ে এসেছে, যা বেশ চমকপ্রদ।
মিডিয়া রিপোর্ꩲট অনুযায়ী, গ্যারি কার্স্টেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করেছিল। যখন পিসিবি সম্পূর্ণরূপে দল নির্বাচনের দায়িত্ব সম্প্রতি নিযুক্ত জাতীয় নির্বাচক কমিটির কাছে হস্তান্তর করেছিল। এই প্রক্রিয়া থেকে কোচ ও অধিনায়কদের বাদ দেওয়া হয়। এই পদক্ষেপটি গ্যারি কার্স্টেন ভালো ভাবে নেননিꩵ। তাই হয়তো তিনি পদত্যাগ করেন। এই বছরের এপ্রিলে নিযুক্ত হয়েছিলেন গ্যারি কার্স্টেন আর অক্টোবরেই তাকে চলে যেতে হল।