একসময় তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ভরসা। ২০ ওভারের ক্রিকেটে তাঁর অবদান রয়েছে চরম। কঠিন পরিস্থিতি থেকে একা হাতে তিনি নিজের দলকে জিতিয়েছেন অজস্র ম্যাচ। তিনি স্ট্রাইক নিলেই রীতিমতো পা কাঁপতো বিপক্ষ দলের বোলারদের। তাঁর এই বিধ্বংসী ব্যাটিং তাঁকে বড় অর্থ অর্জন করতে সাহায্য করেছিল আইপিএলের তৃতীয় মরশুমে। যেই দলের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন, সেই দলের হয়েই আইপিএল জীবন শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। বর্তমানে তিনি তাঁর আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ। তবে আইপিএল শুরুর আগে একটি রহস্যজনক পোস্ট করলেন♔ তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রসঙ্গ তুললেন আনুগত্যের, যা দেখে বহু ক্রিকেটপ্রেমীর অনুমান যে এই পোস্ট তিনি মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে করেন।
আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ফ্🎃র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। ইতিমধ্যেই মুম্বইয়ের দলের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলের ব্যাটিং কোচ তথা প্রাক্তন ক্রিকেটার পোলার্ডের রহস্যজনক ইনস্টাগ্রাম স্টোরি নজর কেড়েছে বহু ক্রিকেটপ্রেমীর।
স্টোরিতে দেওয়া ছবিতে লেখা, 'যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখনই সকলে ছাতার প্রয়োজনীয়তা ভুলে যায়। সেই ছাতাই তখন একটা বোঝার মতো হয়ে যায়। ঠিক একইভাবে অনুগত্য মিটে যায় যখন আর লাভ পাওয়া যায় না।' এটি দেখে অধিকাংশেরই মত যে এই পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান ไঅলরাউন্ডার। এছাড়া বহু ক্👍রিকেটপ্রেমীর দাবি যে মুম্বই ইন্ডিয়ান্স দলকে নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়। সবমিলিয়ে পোলার্ডের পোস্ট সকলের মনে জন্ম দিয়েছে একটি রহস্যের।
উল্লেখ্য, ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজ🤡িরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। ১৯ নভেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজিত হয় মিনি নিলাম অনুষ্ঠান। তরুণ থেকে সিনিয়র ক্রিকেটার, সকলেই জায়গা পান বিভিন্ন দলে। আবার অনেকের কপালে জোটেনি কোনও দল। তবে টুর্নামেন্ট 💙কবে শুরু হবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। জানা গিয়েছে, নতুন মরশুম শুরু হওয়ার কথা মার্চ-এপ্রিলে। কিন্তু সেই সময়ে, গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলার সম্ভাবনা রয়েছে। তাই, এখনও পর্যন্ত খেলার সূচিকে ঘিরে কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা। এবার দেখার বিষয় শেষ অবধি কবে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে।