নিজেদের প্রথম ৫ ম্যাচে ৪টি জয় তুলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের লড়াই ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যারা নিজেদের প্রথম ৬ ম্যাচের ৫টিতে জিতে ইডেনের মহারণে নামে। এই ম্যাচের আগেই লিগ টেবিলের এক নম্বর দল ছিল রাজস্থান এবং দুই নম্বরে ছিল নাইট রাইডার্স। তবে মঙ্গলবার রাজস্থানকে হারাতে পারলে পয়েন্টের নিরিখে সঞ্জু স্যামসনদের ধর🅰ে ফেলতেন শ্রেয়স আইয়াররা। সেক্ষেত্রে কেকেআরের নেট রান-রেট ভালো হওয়ায় সমান পয়েন্টে দাঁড়িয়ে গেলেও রাজস্থানকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসা নিশ্চিত ছিল কলকাতার। যদিও শেষমেশ ইডেনে রাজস্থানের কাছে হার মানে কেকেআর। ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যেতে হয় কলকাতাকে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখেন সঞ্জু স্যামসনরা।
KKR vs RR Live Score: শেষ হল কেকেআর বনাম রাজস্থান ম্যাচের লাইভ ব্লগ
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৪-এর ৩১তম লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচে♔র প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় 💎খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
KKR vs RR Live Score: ম্যাচের সেরা বাটলার
ব্যাট হাতে ১০৯ রান ও বল হাতে একজোড়া উইকেট নিয়✃েও ম্যাচের সেরা হওয়া হল না সুনীল নারিনের। তিনি ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান। দুর্দান্ত শতরান করে কার্যত একার হাতে রাজস্থানকে জেতানো জোস বাটলার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন।
KKR vs RR Live Score: দুর্দান্ত শতরানে রাজস্থানকে জেতালেন বাটলার
শেষ ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলে ছক্কা মারেন জোস বাটলার। সেই সুবাদে তিনি ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। পরের ৩টি বলে কোনও রান ওঠেনি। পঞ্চম বলে ২ রান নিয়ে স্কোর লেভেল করেন বাটলার। সুতরাং, জিততে শেষ বলে ১ রান দরকার ছিল রাজস্থানের। শেষ বলে প্রান্ত বদল করে রাজস্থানকে ম্যাচ জেতান বাটলার। কেকেআরের ৬ উইকেটে ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে রাজস্থান। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলে ম্যাচ জিতে যায়। বাটলার ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। বরুণ ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। আরও পড়ুন:- KKR-এর তৃতীয় ব্যাটার হিসেবে IPL-এ সেঞ্🍸চুরি নারিনের, বাকি দু'জন কারা?
KKR vs RR Live Score: শেষ ওভারে ৯ রান দরকার রাজস্থানের
১৯তম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন বাটলার। তৃতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে ফের ছক্কা হাঁকান বাটলার। পঞ্চম বলে ২ রান নেন তিনি। শেষ বলে ১ রান নিয়ে 🗹স্ট্রাইক নিজের কাছে রাখেন ব্রিটিশ তারকা। ১৯তম ওভারে ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ৮ উইকেটে ২১৫ রান। জিততে শেষ ওভারে ৯ রান দরকার রাজস্থানের। ৯৮ রানে ব্যাট করছেন বাটলার। হর্ষিত ৪ ওভারে ৪৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: রান-আউট বোল্ট
১৮তম ওভারে স্টার্কের প্রথম বলে ছক্কা মারেন বাটলার। তৃতীয় বলে ২ রান নেওয়ার চেষ্টায় নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হন ট্রেন্ট বোল্ট। ১ বল খেলে শূন্য রানে মাঠ ছাড়েন বোল্ট। রাজস্থান ১৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামে💝ন আবেশ খান। ওভারেরপঞ্চম বলে চার মারেন বাটলার। ঠিক তার পরেই একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারে মোট ১৮ রান ওঠে। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৮ উইকেটে ১৯৬ রান। বাটলার ৭৯ 🌳রানে ব্যাট করছেন। ৪ ওভারে ৫০ রান খরচ করেও কোনও উইকেট পাননি স্টার্ক।
KKR vs RR Live Score: পাওয়েলকে ফেরালেন নারিন
১৭তম ওভারে সুনীল নারিনের প্রথম বলে চার মারেন রোভম্যান পাওয়েল। পরের ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকান তিনি। ১৬.৫ ওভারে নারিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোভম্যান। ১৩ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রোভম্যান। তিনি ৩টি ছক্কা ও ১টি চার মারেন। রাজস্থান ১৭৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রেন্ট বোল্ট। জয়ের জ𒐪ন্য ৩ ওভারে ৪৬ রান দরকার রাজস্থানের। নারিন ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। বাটলার ব্যাট করছেন ৬৭ রানে।
KKR vs RR Live Score: ১৫০ টপকাল রাজস্থান
১৬তম ওভারে দলগত ১৫০ র💞ানের গণ্ডি টপকায় রাজস্থান রয়্যালস। ১৬তম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর ওভারে ১টি চার ছক্কা মারেন পাওয়েল। ১টি ছয় মারেন বাটলার। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬ উইকেটে ১৬২ রান। ৪২ বলে ৬৭ রান করেছেন বাটলার। মেরেছেন ৭টি চার ও ২টি ছক্কা। ৮ বলে ১০ রান করেছেন পাওয়েল।
KKR vs RR Live Score: হাফ-সেঞ্চুরি বাটলারের
১৪তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন সুনীল নারিন। তিনি ৩ ওভারে মোটে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৫তম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান বাটলার। ব্রিটিশ তারকা ওভারে আরও ২টি চার মারেন। বরুণের ওভারে মোট ১৭ রান ওঠে। ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১৪৫ রান। বাটলার ৫৮ রানে ব্যাট করছেন। বরুণ ৩ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইক✱েট নিয়েছেন।
KKR vs RR Live Score: পরপর ২ বলে অশ্বিন ও হেতমায়েরকে ফেরালেন বরুণ
১২.১ ওভারে বরুণ চক্রবর্তীর বলে অংকৃষ রঘুবংশীর হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১১ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ১২১ রানে ৫ উইকেট হারায় রাজস্থান। ব্যাট করতে আসেন শিমরন হেতমায়ের। তিনি ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে বসেন। ১২.২ ওভারে বরুণের বলে শ্রেয়সের হাতে ধরা পড়েন হেতমায়ের। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। ১২১ রানে ৬ উইকেট হারায় রাজস্থান।𝓀 ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। ১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ৬ উইকেটে ১২৫ রান। জিততে ৭ ওভারে ৯৯ রান দরকার তাদের। বাটলার ৪০ রানে ব্যাট ক๊রছেন। বরুণ ২ ওভারে ১০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: লড়াই জারি বাটলারের
১১তম ওভার বরুণ চক্রবর্তী ৬ রান খরচ করেন। ১টি চার মার♏েন রবিচন্দ্রন অশ্বিন। ১২তম ওভারে ৬ রান খরচ করেন হর্ষিত রানা। ১২🌳 ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪ উইকেটে ১২১ রান। ২৮ বলে ৩৭ রান করেছেন বাটলার। ১০ বলে ৮ রান করেছেন অশ্বিন। হর্ষিত ৩ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: ১০ ওভারে ১১৫ রান দরকার রাজস্থানের
দশম ওভারে বল করতে আসেন মিচেল স্টার্ক। তাঁর ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন বাটলার। অর্ধেক ইনিংস শেষে রাজস্থানের স্কোর ৪ উইকেটে ১০৯ রান। জিততে শেষ ১০ ওভারে তাদের দরকার আরও ১১৫ রান। বাটলার ৩২ রানে ব্যাট করছেন। ২২ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। স্টার্ক ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।🌠 কোনও উইকেট পাননি তিনি।
KKR vs RR Live Score: জুরেলকে ফেরালেন নারিন
৮.৪ ওভারে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ধ্রুব জুরেল। প্রাথমিকভাবে জুরেলকে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সাফল্য পায় কলকাতা। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন ধ্রুব। রাজস্থান ১০০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন🀅। ৯ ওভার শেষে রয়্যালসের স্কোর 🦋৪ উইকেটে ১০১ রান। বাটলার ২৫ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: রিয়ানকে ফেরালেন হর্ষিত
সপ্তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। কোনও বাউন্ডারি না এলেও তাঁর ওভারে ৯ রান ওঠে। অষ্টম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মারেন রিয়ান পরাগ।💝 দ্বিতীয় বলে চার মারেন তিনি। ৭.৫ ওভারে হর্ষিতের বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়ে যান রিয়ান। ১৪ বলে ৩৪ রান করে মাঠ♒ ছাড়েন পরাগ। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। রাজস্থান ৯৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। রানা ২ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: বৈভবের ওভারে ২৩ রান, পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বৈভব আরোরা ২৩ রান খরচ করেন। ২টি চার ও ১টি ছক্কা মারেন রিয়ান পরাগ। ১টি ছক্কা মারেন জোস বাটলার। পাওয়ার প্লে-𝄹র ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৭৬ রান। বাটলার ১২ বলে ২০ 🌸রান করেছেন। ৮ বলে ২০ রান করেছেন রিয়ান পরাগ। বৈভব ৩ ওভারে ৪৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: স্যামসনের ফেরালেন হর্ষিত
চতুর্থ ওভারে ১০ রান খরচ করেন বৈভব আরোরা। ২টি চার মারেন সঞ্জু স🅷্যামসন। পঞ্চম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। বল হাতে নিয়েই তিনি কলকাতাকে সাফল্য এনে দেন। ৪.২ ওভারে হর্ষিতের বলে সুনীল নারিনের হাতে ধরা পড়েন স্যামসন। ৮ বলে ১২ রান করেন তিনি। মারেন ২টি চার। রাজস্থান ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। ওভারের পঞ্চম বলে চার মারেন রিয়ান। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৫৩ রান।
KKR vs RR Live Score: স্যামসনের ক্যাচ ছাড়লেন বরুণ
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মিচেল স্টার্ক। 🍌তাঁর ওভারে ২টি চার মারেন জোস বাটলার। ওভারের শেষ বলে সঞ্জু স্যামসনের ক্যাচ ছাড়েন বরুণ চক্রবর্তী। ব্যক্তিগত ২ রানে জীবনদান𓆏 পান সঞ্জু। ওভারে ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৩৬ রান। বাটলার ১১ রানে ব্যাট করছেন। স্টার্ক ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।
KKR vs RR Live Score: যশস্বীকে ফেরালেন বৈভব
দ্বিতীয় ওভারে বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন যশস্বী। চতুর্থ বলে চার মারেন তিনি। ১.৫ ওভারে বৈভবের বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়ে যান জসওয়াল। ৯ বলে ১৯ রান করেন যশস্বী। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। রাজস্থান ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্✃যামসন। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২৩ রান। বৈভব নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
KKR vs RR Live Score: যশস্বীর জোড়া বাউন্ডারিতে রাজস্থানের রান তাড়া শুরু
যশস্বী জসওয়ালের সঙ্গে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। কুলদীপ সেনের বদলে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে মাঠে নামেন বাটলার। কেকেআর রিঙ্কু সিংকে বসিয়ে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে মাঠে নামায় বৈভব আরো𝓀রাকে। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে ২টি চার মারেন যশস্বী জসওয়াল। প্রথম ওভারে ১১ রান তোলে রাজস্থান। যশস্বী ৯ ও বাটলার ১ রানে ব্যাট করছেন।
KKR vs RR Live Score: বেঙ্কটেশকে ফেরালেন কুলদীপ, ২২৩ রানে থামল কলকাতা
১৯.২ ওভ❀ারে কুলদীপ সেনের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৬ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। কলকাতা ২১৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রমনদীপ সিং। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন রিঙ্কু সিং। শেষ ওভারে ৯ রান ওঠে। কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রান সংগ্রহ করে। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১ বলে ১ রান করেন রমনদীপ। কুলদীপ সেন ৪ ওভারে ৪৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। জিততে হলে রাজস্থান রয়্যালসকে তুলতে হবে ২২৪ রান।
KKR vs RR Live Score: ২০০ টপকাল কেকেআর
১৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় কেকেআর। আবেশ খানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়🌞ার। ওভারে ১৬ রান ওঠে। ১৯ ওভার শেষে কলকাতারౠ স্কোর ৫ উইকেটে ২১৪ রান। ১২ রানে ব্যাট করছেন রিঙ্কু। ৮ রান করেছেন বেঙ্কটেশ। আবেশ ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: নারিনকে বোল্ড করলেন বোল্ট
১৭.৩ ওভারে ট্রেন্ট বোল্টের ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সুনীল নারিন। ৫৬ বলে ১০৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন নারিন। মারেন ১৩টি চার ও ৬টি ছক্কা। ১৯৫ রানে ৫ উইকেট হারায় কলকাতা। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৯৮ রান। বোল্ট ৪ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। আরও পড়ুন:- T20 Worl♛d Cup: ‘ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আജর্মি নয়’, বুড়ো কার্তিককে টি-২০ বিশ্বকাপে দেখতে চান না ইরফান
KKR vs RR Live Score: রাসেলকে ফেরালেন আবেশ
১৭🌺তম ওভারে বল করতে এসে আন্দ্রে রাসেলের উইকেট তুলে নেন আবেশ খান। ১৬.১ ওভারে আবেশের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন দ্রে রাস। ১০ বলে ১৩ রান করেন তিনি। মারেন ২টি চার। কলকাতা ১৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ওভারের পঞ্চম বলে চার মারেন নারিন। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১৯১ রান। নারিন ১০৫ রানে ব্যাট করছেন। আবেশ ৩ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন।
KKR vs RR Live Score: কেরিয়ারের প্রথম শতরান নারিনের
১৬তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ২টি চার ও ২টি ছক্কা মারেন সুনীল নারিন। তিনি ১১টি চার ও 𓆏৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। নিজের ক্রিকেট কেরিয়ারের এটিই প্রথম শতরান নারিনের। চাহালের ওভারে ২৩ রান ওঠে। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১৮৪ রান। ১০০ রানে ব্যাট করছেন নারিন। ১৩ রান করেছেন রাসেল।💝 চাহাল ৪ ওভারে ৫৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: ১৫০ টপকাল নাইট রাইডার্স
১৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। কুলদীপ সেনের বলে ১টি চার মারেন নারিন। ২টি চার মারেন রাসেল। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১৬১ রান। নারিন ৭৯ রানে ব্যাট করছেন𝄹। ১২ রান করেছেন দ্রে রাস। কুলদীপ সেন ৩ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
KKR vs RR Live Score: অশ্বিনের ওভারে অতিরিক্ত ৭ রান
১৪তম ওভারে বল করতে এসে ৩টি ওয়াইড বল করেন রবিচন্দ্রন অশ্বিন। একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারে ৭টি অতির🍎িক্ত-সহ মোট ১৩ রান ওঠে। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১৪৬ রান। ৭৪ রানে ব্যাট করছেন সুনীল নারিন। অশ্বিন ৪ ওভারে ৪৯ রান খরচ করেꦏও কোনও উইকেট পাননি।
KKR vs RR Live Score: শ্রেয়সকে ফেরালেন চাহাল
১৩তম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন শ্রে𒀰য়স আইয়ার। ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাইট দলনায়ক। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। শ্রেয়স ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১১ রান করেন। কলকাতা দলগত ১৩৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে ��নামেন আন্দ্রে রাসেল। নারিন ব্যাট করছেন ব্যক্তিগত ৭১ রানে। চাহাল ৩ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। আইপিএলের ইতিহাসে এটি চাহালের ১৯৯তম শিকার।
KKR vs RR Live Score: অশ্বিনের ওভারে ১৫ রান
১২তম ওভারে বল করতে এসে ১৫ রান খরচ করেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ওভারে ১টি ছক্কা ও ২টি চার মারেন সুন🍰ীল নারিন। ১২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ১২৫ রান। নারিন ৩৯ বলে ৭০ রান করেছেন। মেরেছেন ৮টি চার ও ৪টি ছক্কা। ২ বলে ৪ রান করেছেন শ্রেয়স। অশ্বিন ৩ ওভারে ৩৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
KKR vs RR Live Score: রঘুবংশীকে ফেরালেন কুলদীপ
১১তম ওভারে বল করতে এসে কেকেআরের জুটি ভাঙেন কুলদীপ 🐠সেন। ১০.৪ ওভারে কুলদীপ সেনের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন অংকৃষ রঘুবংশী। ১৮ বলে ৩০ রান করেন ত൲িনি। মারেন ৫টি চার। কলকাতা ১০৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১১০ রান। নারিন ৫৬ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন
KKR vs RR Live Score: হাফ-সেঞ্চুরি নারিনের
৫টি চ🔥ার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্﷽তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সুনীল নারিন। দশম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ১টি ছক্কা মারেন সুনীল নারিন। ওভারে ১১ রান ওঠে। ১০ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ১০০ রান। নারিন ৩০ বলে ৫১ রানে ব্যাট করছেন। ১৭ বলে ৩০ রান করেছেন রঘুবংশী। অশ্বিন ২ ওভারে ২১ রান খরচ করেছেন।
KKR vs RR Live Score: চাহালের ওভারে ১৫ রান
নবম ওভারে পুনরায় বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তাঁর প্রথম বলেই চার মারেন রঘুবংশী। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান সুনীল নারিন। ওভ🙈ারে মোট ১৫ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৮৯ রান। ২৬ বলে ৪২ রান করেছেন নারিন। মেরেছেন ৫টি চার ও ২টি ছক্কা। ১৫ বলে ২৮ রান করেছেন রঘুবংশী। মেরেছেন ৫টি চার। চাহাল ২ ওভারে ২২ রান খরচ করেছেন
KKR vs RR Live Score: উভয় প্রান্ত দিয়েই স্পিন আক্রমণ রাজস্থানের
সপ্তম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। চতুর্থ বলে ১টি চার মারেন রঘুবংশী। ১টি লেগ বাই-সহ ওভারে𒁃 ৮ রান ওঠে। অষ্টম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন সুনীল ൩নারিন। সেই ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১ উইকেটে ৭৪ রান। নারিন ৩৩ রানে ব্যাট করছেন। ২২ রানে ব্যাট করছেন রঘুবংশী।
KKR vs RR Live Score: পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল কেকেআর
পাওয়ার প্লে-র ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। ষষ্ঠ ওভারে বল করতে আসেন কুলদীপ সেন। তাঁর প্রথম বলেই ๊লেগ-বাই চার পেয়ে যায় কেকেআর। ওভারের শেষ ২টি বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন সুনীল নারিন। ওভারে মোট ১৬ রান ওঠে। ৬ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৫৬ রান। নারিন ২৩ রানে ব্যাট করছেন। ১৬ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৫ রানে ব্যাট করছেন রঘুবংশী। ৭ বলের ইনিংসে তিনি ৩টি চার মেরেছেন। লেগ-বাই বাদ দিলে কুলদীপ নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করেন।
KKR vs RR Live Score: বোল্টের ওভারে ৩টি বাউন্ডারি
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। তাঁর প্🌃রথম বলেই চার মারেন অংকৃষ রঘুবংশী। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ২টি বাউন্ডারি মারেন তিনি। অর্থাৎ, ওভারে মোট তিনটি চার মারেꦐন রঘুবংশী। বোল্টের ওভারে ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৪০ রান। নারিন ১২ ও রঘুবংশী ১৪ রানে ব্যাট করছেন। বোল্ট ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।
KKR vs RR Live Score: সল্টকে ফেরালেন আবেশ
চতুর্থ ওভারে বল করতে এসে কেকেআর শিবিরে প্রথম ধাক্কা দেন আবেশ খান। ৩.৩ ওভারে নিজের বলেই ফিল্ট সল্টের দুর্দান্ত ক্যাচ ধরেন আবেশ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১০ রান করে মাঠ ছাড়েন সল্ট। কেকেআর দলগত ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে ꧋নামেন অংকৃষ রঘুবংশী। তিনি মাঠে নেমেই এক রান নিয়ে খাতা খোলেন। ওভারের পঞ্চম বলে চার মারেন সুনীল নারিন। আবেশের ওভারে ৬ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ২৬ রান। ১১ রানে ব্যাট করছেন নারিন। আবেশ ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন
KKR vs RR Live Score: ফের ভাগ্য সঙ্গ দিল সল্টের
তৃতীয় ওভারে পুনরায় বল ꦫকরতে আসেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলেই ক্যাচ তুলে বসেন ফিল সল্ট। তবে আবেশ খান দৌড়ে গিয়েও বলের নাগালে পৌঁছতে পারেননি। আর একটু হলেই আবেশের হাতে ধরা পড়ে যেতেন সল্ট। প্রথম বলে ২ রান হয়। পঞ্চম বলে চার মারেন সল্ট। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ২০ রান। সল্ট ১০ ও নারিন ৬ রানে ব্যাট করছেন। বোল্ট ২ ওভারে ১০ রান খরচ করেছেন
KKR vs RR Live Score: আবেশের ওভারে ১০ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আবেশ খান। প্রথম বলে ১ রান নেন সুনীল নারিন। দ্বিত൩ীয় বলে ১ রান নেন সল্ট। চতুর্থ বলে বাই-চার পায় কলকাতা। পঞ্চম বলে চার মারেন নারিন। দ্বিতীয় ওভার🍸ে ১০ রান ওঠে। ২ ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১২ রান। নারিন ৫ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন সল্ট। বাই-চার বাদ দিলে আবেশ নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেন।
KKR vs RR Live Score: প্রথম ওভারেই জীবনদান পেলেন সল্ট
যথারীতি সুনীল নারিনকে সঙ্গে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিল সল্টের অতি সহজ ক্যাচ মিস করেন রিয়ান পরাগ। শূন্য রানে জীবনদান পান সল্ট। ওভ๊ারের চতুর্থ বলে ২ রান নিয়ে খাতা খোলেন সল্ট। কেকেআর প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করে। প্রথম ওভারে কোনও বল খেলার সুযোগ পাননি সুনীল নারিন।
KKR vs RR Live Score: রাজস্থানের প্রথম একাদশ
যশস্বী জসওয়াল, রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের (ওয়েস্ট ইন্ডিজ), ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), 🦩আবেশ খান, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের ইমপ্যাক্ট পরিবর্ত- জোস বাটলার (ইংল্যান্ড), টম♕ কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড), শুভম দুবে, নভদীপ সাইনি ও নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)।
KKR vs RR Live Score: কলকাতার প্রথম একাদশ
ফিল সল্ট (ইংল্যান্ড, উইকেটকিপার), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অংকৃষඣ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), রমনদীপ সিং, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট পরিব🍷র্ত- সুয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পান্ডে, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও বৈভব আরোরা।
KKR vs RR Live Score: টস হারল কেকেআর
ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারল কেকেআর। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম নাইট রাইডার্সকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং করবে কেকেআর। রান তাড়া করবে রাজস্থান। যদিও নাইট অধিনায়ক শ্র🐽েয়স স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন। গত ম্যাচে চোটের জন্য রাজস্থান রয়্যালস দলে পায়নি জোস বাটলার ও রবিচন্দ্রন অশ্বিনকে। তবে এই ম্যাচে দুই সিনিয়র তারকাকে পাওয়া যাবে বলে টসের পরে জানান স্যামসন। কেকেআর উইনিং কম্বিনেশন ধরে রাখাই শ্র𝓡েয় মনে করে।
KKR vs RR Live Score: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর ৩১ তম লিগ ম্যাচে সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সএখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দু'বার। অন্যদিকে রাজস্থান রয়্যালস আইপিএলের ট্রফি হাতে তুলেছে একবার। এখন দেখার যে, মঙ্গলবার🌌 টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে কারা।