আর মাত্র হাতে গোনা কয়েক দিন এবং তারপরেই শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই অর্ধেক সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণ🐓া করা হলে বাকি সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তেমনই অংশগ্রহণকারী সকল ক্রিকেটারদের প্রস্তুতিও এখন তুঙ্গে পৌঁছে গিয়েছে। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ⭕সুতরাং সকল ক্রিকেটারের কাছেই এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের জায়গা জাতীয় দলে পাকা করার জন্য।
কিন্তু এই সবকিছুর মধ্যে এবার কলকাতায় পা রাখল কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে উপস্থিত হলেন দলের সদ্য নি﷽র্বাচিত মেন্টর, তথা প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। একটি ভিডিয়ো ভাইরা⛦ল হয় যেখানে দেখা যায় নাইট দলের সমর্থকরা ভিড় জমিয়েছেন কলকাতা বিমানবন্দরে তাদের প্রিয় তারকাকে স্বাগত জানাতে। বিশেষ করে গৌতম গম্ভীরকে দেখে সকলের উন্মাদনা ছিল আলাদা রকমের। আর সেটাই স্বাভাবিক। কারণ গৌতির নেতৃত্বেই দুইবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। এরপর অধিনায়ক বদলালেও খেতাব তুলতে পারেনি শাহরুখ খানের দল। ফলে গম্ভীরকে ঘিয়ে আলাদা উন্মাদনা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
সোশ্যাল মꦐিডিয়া প্লাটফর্মগুলিতে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই নিজেদের প্রিয় তারকাকে শহরে দেখে খুশি হয়েছেন। অনেকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন গোটা দলকে আসন্ন টুর্নামেন্টের জন্য। আবার অনেকে এখন থেকেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন টুর্ণামেন্টের ফলাফল প্রসঙ্গে। নাইট ভক্তরা সরাসরি দাবি করে দিয়েছেন যে এবারের খেতাব উঠবে তাদের ঝুলিতেই। যদিও পাল্টা কমেন্ট করতে বিন্দুমাত্র দেরি করেননি ভিন্ন দলের সমর্থকেরাও। তারা আবার দাবি করছেন যে তাদের দলই এবার ট্রফি তুলবে। তবে দিনের শেষে এই ভিডিয়ো সকল ক্রিকেটপ্রেমিরই উন্মাদনা চরম পর্যায়ে বাড়িয়ে দিয়েছে এবং তা দেখে এটা স্পষ্ট যে এবারের আইপিএল হবে হাড্ডাহাড্ডি।
উল্লেখ্য, গতবছরের ২৬শে নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। ১৯ নভেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজিত হয় নিলাম অনুষ্ঠান। তরুণ থেকে সিনিয়র ক্রিকেটার, সকলেই জায়গা পান বিভিন্ন দলে। আবার অনেকের কপালে জোটেনি কোনও দল। অবশেষে টুর্নামেন্ট কবে শুরু হবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। ২২শে মার্চ♒ শুরু হবে আইপিএল। যদিও অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই বাকি সূচি ঘোষণা করা হবে। এবার দেখার বিষয় শেষ অবধি কবে পূর্ণসূচি 🦂নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে এবং কার কপালে জুটবে এবার জয়ী তকমা।