চলতি মহারাজা ট্রফির শুরু থেকেই ব্যাট হাতে মাইসোর ওয়ারিয়র্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন করুণ নায়ার। সেমিফাইনালেও তার অন্যথা হল না। বরং শেষ চারের লড়াইয়ে আরও ধ্বংসাত্মক মেজাজে ধরা দিলেন নায়ার। মারকাটারি সেঞ্চুরি করে দলকে পৌঁছে দেন বিরাট রানের লক্ষ্যে। পালটা ব্যাট করতে নেমে প্রতিপক্ষ গুলবার্গা মিস্টিকস মরিয়া লড়াই চালালেও হাই-স্কোরিং ম্যাচে হার মানত💖ে হয় তাদের। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে এবা👍রের মহারাজা ট্রফির ফাইনালে ওঠে করুণ নায়ারের মাইসোর।
মাইসোর বনাম গুলবার্গা সেমিফাইনালের ফলাফল:-
চিন্নাস্বামীতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে নামে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মাইসোর ও তিন নম্বরে জায়গা করে নেওয়া গুলবার্গা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মাইসোর। তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রানের বিশাল ইনিংস ♛গড়ে তোলে। এটিই এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড।
ক্যাপ্টেন করুণ নায়ার ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৬টি চার ও ৯টি ছক্কার স🌠াহায্যে মাতꦑ্র ৪০ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪২ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন নায়ার। উল্লেখ্য, এবারের মহারাজা ট্রফিতে এই নিয়ে ৩টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করলেন করুণ। সাকুল্যে ৪৯৫ রান সংগ্রহ করে তিনিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহকারী। তালিকার দ্বিতীয় স্থানে থাকে মহম্মদ তাহা (৩৭৬) নায়ারের থেকে অনেক পিছিয়ে রয়েছেন।
ক্যাপ্টেনের শতরান ছাড়া মাইসোরের হয়ে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৮০ রান করে মাঠ ছাড়েন রবিকুমার সামর্থ। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪১ রান করেন এসইউ কার্তিক। ২টি চার ও🦂 ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৮ রান করে নট-আউট থাকেন মনোজ ভান্দাগে।
জবাবে ব্যাট করতে নেমে গুলবার্গাও ২০০ রানের গণ্ডিℱ টপকে যায়। তা সত্ত্বেও তাদের জয় থেকে বেশ কিছুটা দূরে থেমে যেতে হয়। গুলবার্গা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১২ রান তোলে। মাইসোর ৩৬ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে। সুতরাং, ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারে সাকুল্যে ৪৬০ রান ওঠে। উইℱকেট পড়ে ১০টি।
গুলবার্গার হয়ে ম্যাকনেল ৬১ ও আবুল হাসান খালিদ ৫৪ রান করেন। ২টি করে উইকেট নেন মাইসোরের মণিশ রেড্ডি, গৌতম মিশ্র, জগদীশা সূচিত ও কুশল। ম্যাচের সেরা হജন নায়ার।
হুবলি বনাম শিবমগ্গা অপর সেমিফাইনালের ফলাফল:-
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে💙 লিগ চ্যাম্পিয়ন হুবলি টাইগার্স মাঠে নামে চার নম্বরে থাকা শিবমগ্গা লায়নসের বিরুদ্ধে। শুরুতে ব্যাট করে শিবমগ্গা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। ৫৪ রান করেন রোহন কদম। জবাবে ব্যাট করতে নেমে হুবলি ১৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে 🐻ওঠে মণীশ পান্ডের নেতৃত্বাধীন হুবলি। মহম্মদ তাহা ৬৯ ও কৃষান শ্রীজিৎ ৬১ রান করেন। ম্যাচের সেরা হন তাহা।
মহারাজা ট্রফির ফাইনালের সূচি:-
মঙ্গলবার মহারাজ𝓡া ট্রফির ফাইনালে সম্মুখসমরে নামবে মণীশ পান্ডের হুবলি টাইগার্স ও করুণ নায়ারের মাইসোর ওয়ারিয়র্স। দুই দল লিগ টেবিলের যথাকꦰ্রমে এক ও দুই নম্বরে ছিল।