শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক🌺্রীড়ার জগত হোক কিংবা সংস্কৃতির জগত বা বিনোদনের জগত, তারকাদের সমর্থকরা অগুনতি। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন তাঁরা। প্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ করতে, তাঁকে এক ঝলক দেখতে তাঁদের যে উৎসাহ, উন্মাদনা তা দেখার মতন। তারকাদের সাক্ষাৎ পেতে তাঁরা মুখিয়ে থাকেন। তাদের দেখতে ভক্তরা যে কোনও পদক্ষেপ নিতেই রাজি।
ঠিক এইরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন এক তরুণী। সুদূর আমেরিকায় এই ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমেরিকা যুক্তরা🍬ষ্ট্রে চলছে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ মেজর লিগ ক্রিকেট। এই বছর এই লিগে খেলছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মা⛦র্কাস স্টইনিস। আমেরিকাতে থাকা এক স্টইনিস ভক্ত ১৪ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে পৌঁছালেন তাঁর প্রিয় তারকাকে দেখতে। তাঁর মনের আশা পূরণ হয়েছে। এতদূর গাড়ি চালিয়ে এসে তিনি তাঁর সাধের ক্রিকেটারের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পেয়েছেন।
মেজর লিগ ক্💦রিকেটের ফ্রাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন স্টইনিস। এই সপ্তাহেই টেক্সাস মুখোমুখি হয়েছিল সিয়াটেল অরকাসের বিরুদ্ধে। সেই ম্যাচের পরেই মার্কাস স্টইনিসের সঙ্গে সাক্ষাৎ 🍰করেছেন ওই তরুণী। তিনি আফগানিস্তানের বাসিন্দা। এই মুহূর্তে তিনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ক্রিকেটের ভক্ত।
ক্রিকেটের টানেই তিনি ছুটে গিয়েছেন এতদূরে। টেক্সাস সুপার কিংস তাদের স🙈োশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি তুলে ধরেছে। মার্কাস স্টইনিসের সঙ্গে ওই তরুণীর ছবিও প্রকাশ করেছে তারা। পুরো ঘটনাও বর্ণনা করা হয়েছে। তবে ওই ভক্তের নাম প্রকাশ করা হয়নি। ওই তরুণী কলেরাডো স্প্রিংস থেকে থেকে গাড়ি ড্রাইভ করে এসেছেন ডালাসে।
আরও পড়ুন:- গম্ভীর কোℱচ হতেই ভারতীয় দলে KKR-এর রমরমা, দꩲেখুন টিম ইন্ডিয়ার নাইট কানেকশন
মাঠে তো তিনি মার্কাস স্টইনিসের খেলা দেখেইছেন। খেলা শেষের পরে তিনি তাঁর সাধের তারকার সঙ্গে দেখা পর্যন্ত করতে পেরেছেন। টেক্সাস সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই তরুণীর একটি ছোট সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, ' আমি আফগানিস্তানের বাসিন্দা। আমি সবসময়ে তাঁর (মার্কাস স্টইনিসের) সঙ্গ🌄ে দেখা করার কথা আমার স্কুলের বন্ধুদের বলতাম। আমি আগেই ভেবেছিলাম যে এই মেজর লিগ ক্রিকেট আমার কাছে বড় সুযোগ তাঁর সঙ্গে দেখা করার। আমার স্বপ্ন অবশেষে সফল হয়েছে। আমি খুব খুশি। ম্যাচ শেষে যে স্টইনিসের সঙ্গে সামনা সামনি দেখা করার সুযোগ পাব তা আমি ভাব🏅িইনি।'