শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের অভ🍃িযান কি শেষ হয়ে গেল দুই ভারতীয় পেসারের? চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং লখনউ সুপার জায়ান্টস দলের মায়াঙ্ক যাদব এই মরশুমে তাঁদের শেষ আইপিএলের ম্যাচ খেলে নিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের। দুই পেসার যে চোট পেয়েছেন, তার গতি প্রকৃতি দেখে এমনটাই ধারণা ডাক্তারদের। মরশুম চলাকালীন মাঝপথেই চোটের কবলে পড়েছেন দুই পেসার। মায়াঙ্ক যাদব এই নিয়ে চলতি মরশুমেই দু'বার চোটের কবলে পড়লেন। ফলে তাঁর চোটের ম্যানেজমেন্ট নিয়েই প্রশ্ন উঠছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকা অজি পেসার ব্রেট লি।
আরও পড়ুন: ওয়াংখে💖ড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্ক-নারিনের জাদুতে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে এ꧑গোল নাইটরা
সিএসকে পেসারꦦ দীপক চাহারকে নিয়ে বলতে গিয়ে দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘দীপকের চোটটা আমাদের কাছে মোটেও ভালো ঠেকছে না। আমি এখনই এটা বলব না যে, ওর মরশুম শেষ হয়ে গিয়েছে। তবে এটা নিশ্চিত এই মরশুমে ওর খেলার বিষয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে।’ চিপকে সিএসকের হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময়ে এই চোট পান ভারতীয় পেসার। দুই বল করার পরেই তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। রবিবার সিএসকে তাদের পরবর্তী ম্যাচেও খেলবে পঞ্জাবের বিরুদ্ধে। ধরমশালাতে এই ম্যাচ খেলবে দুই দল। ১৪ কোটি টাকায় দীপক চাহারকে কিনেছিল সিএসকে। সিএসকের সঙ্গে ধরমশালাতে যাচ্ছেন না এই ভারতীয় পেসার।
আরও পড়ুন: MI-কে 𓆉হারিয়ে প্লে-꧅অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু
চাহারের চোট নিয়ে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘দীপক চাহারকে দেখে আমার ভালো লাগছে না। প্রাথমিক অনুভূতি একেবারেই ভালো নয়। ফিজিয়ো এবং ডাক্তাররা ওকে পর্যবেক্ষণ করছে।’ পাশাপাশি মাহিশা পাথিরানারও হাল্কা চোট রয়েছে। তুষার দেশপান্ডের আবার হাল্কা জ্বর হয়েছে। অন্য দিকে মায়াঙ্ক যাদব লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কামব্যাক করেন। কিন্তু গোটা ম্যাচে খেলতে পারেননি।ꦚ মাত্র ৩.১ ওভার বোলিং করার পরে ফের পুরনো চোটের জায়গাতেই ব্যথা অনুভব করায় উঠে যেতে হয় তাঁকে। 'সাইড স্ট্রেন' হওয়ার ফলে তাড়াতাড়ি মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল তাঁকে। মায়াঙ্কের চোট দেখে বিশেষজ্ঞদের অনুমান ৪-৬ সপ্তাহ লাগবে এই চোট সারতে। লখনউ তাদের পরের ম্যাচ খেলবে রবিবার নাইট রাইডার্সের বিপক্ষে। ফলে সেই ম্যাচে মায়াঙ্কের না থাকার সম্ভাবনাই বেশি।