বেঙ্গল প্রো টি-২০ লিগের চলতি মরশুমে ব্যর্থতার অভাবনীয় অধ্যায় লꦜিখলেন মনোজ তিওয়ারিরা। লিগের ৭টি ম্যাℱচের সবগুলি হেরে টুর্নামেন্ট শেষ করে মনোজের নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডস। একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ হয় তারা। রবিবার মনোজ তিওয়ারিদের হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ঋদ্ধিমান সাহা-সুদীপ চট্টোপাধ্যায়রা।
ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকত🌠া বজায় রাখেন মনোজ তিওয়ারি। ঋদ্ধিমান সাহাও ভয়াবহ অফ ফর্ম জারি রাখেন। সুদীপ ব্যতিক্রমী হয়ে ধরা দেন ইডেনে। নিজেদের শেষ লিগ ম্যাচে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন সুদীপ। তবে রবিবার হারবার ডায়মন্ডসকে হারাতে ব্যাট হাতে গুরুত্বপূর্ꦛণ ভূমিকা নেন মেদিনীপুর উইজার্ডসের প্রিয়াংশু শ্রীবাস্তব।
ইডেনে লিগের ২৪ নম্বর ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হারবার ডায়মন্ডস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। ২৮ বলে ৩৮ রান করেন প্রয়াস রায়বর্মন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মার𒊎েন। ২৮ বলে ৫১ রান করেন শুভম সরকার। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন মনোজ ১৫ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন। তিনি ২টি চার মারেন। এছাড়া অভিজিৎ ভগত ১৫, শশাঙ্ক সিং ১০ ও বাদল সিং ২৯ 🐬রানের যোগদান রাখেন। মেদিনীপুরের হয়ে ১টি করে উইকেট নেন দীপক কুমার, অনুভব ত্যাগী, শ্রেয়ান চক্রবর্তী, কৌশিক ম🦩াইতি ও বিবেক সিং।
জবাবে ব্যাট করতে নেমে মেদিনী🧸পুর উইজার্ডস ১৭.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পকেটে পোরে মেদিনীপুর।
ওপেন করতে নমে ঋদ্ধিমান সাহা ৪ বলে ১ রান করে আউট হন। অপর ওপেনার 🦋বিবেক সিং করেন ৯ বলে ২৩ রান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ৫৭ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন প্রিয়াংশু। তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৭ বলে ৫৮ রান করে নট-আউট থাকেন সুদীপ। তিনি ৫টি চার ও ২টি ছক্🐓কা মারেন।
হারবার ডায়মন্ডসের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ কাইফ ও শুভম সরকার। মনোজ তিওয়ারি ৩ ওভার বল করে ২৪ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা ক্রিকে🌼ট💃ারের পুরস্কার জেতেন প্রিয়াংশু শ্রীবাস্তব।