শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে যেন প্রতি ম্যাচেই রান বন্যার সাক্ষী থেকেছেন দর্শকেরা। এক এক ম্যাচে তৈরি হয়েছে এক একটি ব্যাটিং রেকর্ড।কখনও ব্যক্তিগত রেকর্ড হয়েছে, তো কখনও হয়েছে দলগত নজির। প্রতি ম্যাচেই বোলারদের কপালে জুটেছে বেদম পেটানি। এমন আবহে বোলারদের বাঁচাতে কাতর আর্🐼তি শোনা গিয়েছে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের গলাতেও। তবে টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে, তখন কিছুটা হলেও যেন বোলাররা কামব্যাক করছেন। ঠিক যেমনটি দেখা গেল শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম মু🐼ম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। এই ম্যাচটি জমিয়ে দিলেন দুই দলের বোলাররা। ঘটনাচক্রে এদিন অল আউট হয়েছে দুই দল। আর সেই সঙ্গে ম্যাচটি আইপিএলের ইতিহাসে জায়গা করে ফেলেছে এক বিরল তালিকায়!
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্ক-নারিনের জাদুতে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে𝔍 এগোল ন🌜াইটরা
এই বছর আইপিএলের ১৭তম বর্ষ চলছে। আর এই ১৭ বছরে মাত্র চারটি ম্যাচে দুই দলই অল♓ আউট হয়ে গিয়েছে। প্রথমবার এই ঘটনা ঘটেছিল আইপিএল শুরুর বছর দুই পরে। ২০১০ সালে এই ঘটনা প্রথম ঘটে নাগপুরে দিল্লি বনাম রাজস্থান ম্যাচে। দ্বিতীয় ঘটনা ঘটে প্রথম ঘটনার ৭ বছর বাদে। ২০১৭ সালে এই ঘটনা ঘটেছিল কলকাতাতে নাইট রাইডার্স বনাম আরিসিবি ম্যাচে। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে এই ঘটনা ফের ঘটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। তালিকায় সর্বশেষ জায়গা করে নিল ২০২৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম কলকাতার ম্যাচটি।
আরও পড়ুন: MI-কে হারিয়ে൩ প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভ꧃ু নিভু
এদিনের নাইটদের ম্যাচ জয়ে গুরুত��্বপূর্ণ ভূমিকা রাখলেন আইপিএলের ইতিহাসে সব থেকে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক। তিনি এদিন ৩.৫ ওভার বল করেছেন। দিয়েছেন ৩৩ রান। নিয়েছেন চার চারটি উইকেট। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ার ৭০🍸 রান করেছেন। জবাবে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে গিয়েছে মুম্বই। ফলে ২৪ রানে জিতে ১২ বছর পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের খরা কাটালো কেকেআর।