আইপিএলে বহু সুন্দর সুন্দর ক্যাচ নিতে দেখা যায় প্লেয়ারদের। একেবারে চোখ জোড়ানো সব ক্যাচ। তবে সোমবার (৭ এপ্রিল) রায়ান রিকেলটন যে ক্যাচটি নিলেন, তা এক কথায় অনবদ্য। অসম্ভব ক্ষিপ্রতা না থাকলে, এমন ক্যাচ ধরা কার্যত অসম্ভব। তবে রিকেলটন সেই অসম্ভবকে সম্ভব করে কার্যত চমকে দিয়েছেন সকলকে🐻।
চোখ ধাঁধানো ক্যাচ রিকেলটনের
এদিন আরসিবি-র অধিনায়ক রজত পতিদার চারে ব্যাট করতে নামার পর থেকেই পুরো আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। তিনি মুম্বইয়ের বোলাদের পিটিয়ে একেবারে ছাতু বানাচ্ছিলেন। ২৫ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ ক🉐রেন। তার পরেও আগুনে মেজা𒈔জেই ব্যাট করছিলেন। এই পরিস্থিতি ১৯তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টকে বড় শট মারতে যান রজত।
ট্রেন্ট বোল্টের বলে স্কুপ শট মারতে গিয়েছিলেন পতিদার। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে হয়নি। উইকেটের পিছনে বল অনেক উপর উঠে গেলেও, বাউন্ডারির কাছে বলটি যেতে পারেনি। আর সেই বল লক্ষ্য করে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রায়ান রিকেলটন পিছনে অনেকটা দৌড়ে গিয়ে শরীর সামনের দিকে ভাসিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচটি ধরেন। আইপিএলের অন্যতম সেরা ক্যাচ বললে অত্যুক্তি হবে না। জন্টি রোডসের ছায়াꦓ তো তাঁর দেশের প্লেয়ারের মধ্যে থাকবেই। তাঁর এই ক্যাচের ভিডিয়ো ভাইরাল।
আরও পড়ুন: ব্যাট হাতে প্রভাব ফেলতে না পারলে… CSK-র কিংবদন্তি ধোনির অবস꧟র নিয়ে চাঞ্চল্যকর দাবি📖 PBKS কোচের
থামে রজত ঝড়
রিকেলটনের এই ক্যাচের ফলে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা স্বস্তি পায়। যদিও তখন ইনিংস শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে আরসিবি-র ইনিংসের ছয় বল বাকি ছিল। আর রজত পতিদার ক্রিজে থাকলে, আরও বেশি রান যোগ হত বেঙ্গালুরুর স্কোরবোর্ডে। ৪টি ছক্কা এবং ৫টি চারের হাত ধরে ৩২ বলে ৬৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন পতিদার। আরও ছয় বল অতিরিক্ত খেলতে পারলে, হয়তো ওয়াংখেড়ে-তে আ♏রও কঠিন লড়াইয়ের সামনে পড়তে হত মুম্বই ইন্ডিয়ান্সকে।
২২১ রানের পাহাড় গড়ে বেঙ্গালুরুর টিম
সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ওভারে ফিল সল্ট (৪) ফিরলেও, তার প্রভাব দলের উপর পড়তে দেননি বিরাট কোহলি। তিনি ওয়াংখেড়েতে এদিন ঝড় তোলেন। প্রথমে পাশে পান দেবদত্ত পাডিক্কালকে। পাডিক্কাল (২২ বলে ৩৭) আউট হলে নামেন রজত পতিদার। তিনি আর কোহলি মিলে কাঁদিয়ে ছাড়েন মুম্ব꧃ইয়ের বোলারদের। ২টি ছক্কা এবং ৮টি চারের হাত ধরে ৪২ বলে ৬৭ করেন বিরাট কোহলি। রজত ১৯তম ওভারে ফিরে গেলেও, শেষ পর্যন্ত ১৯ বলে ৪০ করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। তিনি বেঙ্গালুরুর স্কোর পৌঁছে দেন ৫ উইকেটে ২২১-এ।