শুভব্রত মুখার্জি: ১৭তম আইপিএল শুরু হওয়ার আগেই ♊সাড়া ফেলে দিয়েছিল কেকেআর। সাড়া ফেলে দিয়েছিলেন তারকা অজি পেসার মিচেল স্টার্ক। টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত নিলামে ২৪.৭৫ কোটি টাকা ব্যয় করে স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। ফলে আইপিএলের ইতিহাসে সব থেকে দামী ক্রিকেটার হওয়ার নজির গড়েছিলেন স্টার্ক। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কেনা মিচেল স্টার্ক টুর্নামেন্টের শুরুতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। একমাত্র লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, বলার মতন কোনও পারফরম্যান্স ছিল না তাঁর। উইকেট তো পাননি, উল্টে অকাতরে রান বিলিয়ে গিয়েছেন। সেই স্টার্ককে শুক্রবার রাতে পাওয়া গেল অন্য রকম ফর্মে। ম্যাচে চার উইকেট নিয়ে গড়ে ফেললেন এক অনন্য নজির।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ১২ বছরের শাপম🍰ুক্তি, স্টার্ক-নারিনের জাদুতে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে এগোল নাইটরা
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে যেসব বোলাররা এক ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন তাদের তালিকায় নাম নথিভুক্ত করালেন স্টার্ক। স্টার্ক ছাড়া এই তালিকায় রয়েছেন আর মাত্র দুই জন। একজন সুনীল নারিন। যিনি আবার এই তালিকায় দু'বার জায়গা পেয়েছেন। অপর জন জনপ্রিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ২০২১ সালে চেন্নাইতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে রাসেল ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল নারিন ১৫ রান দিয়ে নিয🌞়েছিলেন চার উইকেট। তিনি ২০১৪ সালে আবু ধাবিতে ফের একবার ২০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। এই তালিকায় জায়গা করে নিয়েছে শুক্রবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মিচেল স্টার্কের স্পেল। তিনি এদিন ৩৩ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
আরও পড়ুন: 🧸MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফ🍷েলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নাইটরা। তারা ১৬৯ রানে অলআউট হয়ে যায়। নাইটদের হয়ে ভালো ব্যাট ক🦩রেছেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ৭০ রান করেছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন 'ইমপ্যাক্ট সাব ' মণিশ পাণ্ডে। তিনি ৪২ রান করে আইয়ারকে যোগ্য সঙ্গত দেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই দল ১৪৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ২৪ রানে জয় পায় কেকেআর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই নিয়ে ১২ বছর বাদে জয় পেল নাইটরা। ইশান কিষান, টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি এবং পীযূষ চাওলাকে আউট করেন মিচেল স্টার্ক।৩.৫ ওভার বল করে ৩৩ রান দিয়ে চার উইকেট নেন স্টার্ক। মুম্বইয়ের শেষ ব্যাটার জেরাল্ড কোয়েটজিকে আউট করে দলের হয়ে অবিস্মরণীয় এক জয় নিশ্চিত করেন তিনি।