আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়নি এখনও। আইপিএলের মাঝেই জাতীয় নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নিতে বসবেন🐽। তার আগে প্রাক্তন তারকা তথা বিশেষজ্ঞরা ভারতীয় স্কোয়াড নিয়ে নিজেদের পছন্দের কথা জানাচ্ছেন সংবাদ মাধ্যমে অথবা সোশ্যাল 𒁃মিডিয়ায়।
ক'দিন আগেই ইরফান পাঠান টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল কেমন হতে পারে, তা জানিয়ে দিয়েছেন। এবার টিম ইন্ডিয়ার আরও এক প্রাক্তন ত🅠ারকা মহম্মদ কাইফ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় স্কোয়াড বেছে নিলেন। স্টার স্পোর্টসের আলোচনায় শুধু ১৫ জনের স্কোয়াড গড়ে নেওয়াই নয়, বরং কোন এগরোজনকে মাঠে নামানো যেতে পারে, তাও নির্দিষ্ট করে দিয়েছেন কাইফ।
সন্দেহ নেই বিশ্বকাপের দল নির্বাচনে ক্রিকেটারদের ব্যক্তিগত আইপিএল পারফর্ম্যান্সের কথা বিবেচিত হবে। সেই নিরিখে ভালো খেলা সত♐্ত্বেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাড🎃়িতে বসে টেলিভিশনেই দেখতে হবে বিশ্বকাপের খেলা। কেননা ১৫ জনের স্কোয়াডে সবার সুযোগ হওয়া সম্ভব নয়।
সঙ্গত কারণেই কাইফের পছন্দের দলেও নাম নেই একাধিক তারকা ক্রিকেটারের। তবে শুভমন গিল ও রিঙ্কু সিংয়ের নাম না থাকার বিষয়টি অবাক করছে অনেককেই। যশস্বী আইপিএলে চেনা ছন্দে না থাকলেও ক্যাপ্টেন রোহিতের সঙ্গে ওপেনে তাঁকেই পছন্দ কাইফের। এক্ষেত্রে উপেক্ষিত হয়েছেন 🧜শুভমন গিল। ব্যাটিং অর্ডারের তিন ও চার নম্বরে কাইফ জায়গা করে দিয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে।
আরও পড়ুন:- ২টি জায়গা, দাবিদার ৭ জন, T20❀ বিশ্বকাপে ভারতের ওপেনার হবেন কারা?
পাঁচে রয়েছেন পেসার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রথম একাদশে না রাখলেও শিবম দুবেকে রিজার্ভ অল-রাউন্ডার ও রিয়ান প🦩রাগকে ব্যাকআপ ব্যাটার🐠 হিসেবে বিবেচনা করছেন কাইফ। উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল ও জিতেশ শর্মার আগে ঋষভ পন্তের নাম বিবেচনা করেছেন কাইফ।
মহম্মদ কাইফের বেছে নেওয়া টি-২০ বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবী💯ন্দ্র জাদেজ꧋া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।
আরও পড়ুন:- MI-এ♌র হয়ে ওপেনে সব থেকে বেশি রান, সচিনের রেকর্ড ভাঙলেন রোহিত
টি-২০ বিশ্বকাপের জন্য কাইফের পছন্দের ভারতের প্রথম একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ♑ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবীন্দ্র ꧋জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
কাইফের পছন্দের দলে জায়গা হয়নি যাঁদের:-
শুভমন গিল, শ্রেয়স☂ আইয়ার, ইশান কিষান, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, রবিচন্দ্রন অশ্বিন, রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশি♔ংটন সুন্দর, মুকেশ কুমার।