২০২৩ বিশ্বকাপ ভারত না জিতলেও, গোটা দলের পারফরম্যান্স নজর কাড়ে সকলের। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগই প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন ক্রিকেটারদের থেকে। বিধ্বংসী বোলিং করতে দেখা গিয়েছে মহম্মদ শামির থেকে। তাঁর বলের গত𓃲ি বিপক্ষ দলের ব্যাটিং অর্ডারে🐻র কোমর ভেঙে দিয়েছে। ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেরা বোলারদের মধ্যে শীর্ষস্থানে শেষ করেছেন শামি। এর মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটও রয়েছে। প্রথম চারটি ম্যাচে তিনি খেলতে পারেননি ঠিকই, তবে পঞ্চম ম্যাচে খেলার সুযোগ পেয়ে একেবারে তাক লাগিয়ে দেন এই পেসার। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। এমনকী কিউয়ি বাহিনীদের বিরুদ্ধেই সেমিফাইনালে তিনি তোলেন ৭টি উইকেট।
তবে বিশ্বকাপের পর চোটের কারণে মহম্মদ শামি দীর্ঘদিন ধরে রয়েছেন দলের বাইরে। যদিও মাঝে একটি ভিডিয়ো ভাইরাল হয়,𝓰 যেখানে তাঁকে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায়। এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন অজি পেস তারকা গ্লেন ম্যাকগ্রা। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে ভারতীয় পেস তারক𒐪ার শেখা উচিত জেমস অ্যান্ডারসনের থেকে যে কীভাবে বয়স হলেও নিজেকে ফিট রাখা যায়।
তিনি ব🐎লেন, 'শামি একজন দুর্দান্ত বোলার। ও দলের হয়ে অনেক ম্যাচ খেলেছে। বয়সকালে যেই জিনিসটা ওর এবং গোটা দলের কাজে লাগবে, সেটা হলো অভিজ্ঞতা। তবে বয়স বাড়লে একটা অনুপ্রেরণা লাগে কী করে আরও কঠোরভাবে অনুশীলন এবং পারফর্ম করা যায়। তা জিমি অ্যান্ডারসনকে দেখে শেখা উচিত। ৪১ বছর বয়সেও ৭০০ উইকেট নিয়েছে এবং এখনও আগের মতোই পারফর্ম করে চলেছে। সুতরাং বুড়ো বয়সেও ভালোই পারফর্ম করা যায়। তবে হ্যাঁ, একজন পেস বোলারের বয়স হলে শরীরের উপর চাপ পড়ে এবং আগামীদিনে সেটা ভালো করেই বোঝা যায়।'
এরপর প্রাক্তন অজি তারকার মুখে শোনা যায় ভারতীয় বোলিং লাইনআপের প্রশংসা। গ্লেন ম্যাকগ্রা বলেন, 'এবার দেখার বিষয় যে আগামী প্রজন্মের জন্য কাদের তৈরি করা হচ্ছে। শামির বয়স হয়ে গিয়েছে, জসপ্রীত বুমরাহেরও এখনও অল্প বাকি আছে এবং মহাম্মদ সিরাজের এখনও অনেকদিন রয়েছে ক্রিকেট জীবনের। সুতরাং বর্তমান ভারতের এই বোলিং লাইনআপের এখনও অনেককিছু দেওয়ার আছে ত⛦াদের দলকে।'