টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের থেকে এখনও অনেকটা পিছিয়ে রবিচন্দ্রন অশ্বিন। মুরলি ও ওয়ার্ন যেখানে যথাক্রমে ৮০০ ও ৭০৮টি টেস𝔉্ট উইকেট ♔সংগ্রহ করেছেন, সেখানে অশ্বিনের ঝুলিতে রয়েছে আপাতত ৫১৬টি উইকেট। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষে এমন এক নজির গড়েন অশ্বিন, যা মুরলি এবং ওয়ার্নেরও নেই।
আসলে সব থেকে বেশিবার একটি টেস্ট সির🙈িজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার নিরিখে বিশ্বরেকর্ড গড়েন অশ্বিন। এই নিরিখে তিনি ভেঙে দেন মুরলি-ওয়ার্নের যুগ্ম রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অশ্বিন দু'দলের মধ্যে সব থেকে বেশি ২৬টি উইকেট সংগ্রহ করেন। রবিচন্দ্রন নিজের বর্ণোজ্জ্বল কেরিয়ারে এই নিয়ে মোট ৭টি টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার একটি সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার যুগ্ম বিশ্বরেকর্ড ছিল মুরলিধরন ও ওয়ার্নের নামে। দুই কিংবদꦓন্꧙তি স্পিনার ৬টি করে টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার সিরিজে ২৫টি তারও বেশি উইকেট নেওয়া বোলাররা:-
১. রবিচন্দ্রন অশ্বিন- ৭ বার।
২. মুথাইয়া মুরলিধরন- ৬ বার।
৩. শেন ওয়ার্ন- ৬ বার।
রবিচন্দ্রন অশ্বিন প্রথমবারের মতো একটি সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নে♏ন ২০১৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে মাঠে নেমে সাকুল্যে ২৯টি উইকেট সংগ্রহ করেন তিনি।
টেস্ট সিরিজে অশ্বিনের ২৫টি বা তারও বেশি উইকেট:-
১. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২-১৩ মরশুমে ৪টি টেস্ট ২৯টি উইকেট নেন অশ্বি♉ন।
২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫-১৬ মরশুমে ৪♐টি টেস্টে মাঠে নেমে ৩১টি উইকেট নেন অশ্বিন।
৩. নিউজিল্যান্ডের 𝔉বিরুদ্ধে ২০১৬-১৭ মরশুমে ৩টি টেস্টে ২৭টি উইকেট নেন রবিচন্দ্রন।
৪. ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-১৭ মরশুমে ৫টি টেস্টে ২৮টি উইকে🌜ট দখল করেন অশ্বিন।
৫. ইংল্যান্🏅🐼ডের বিরুদ্ধে ২০২০-২১ মরশুমে ৪টি টেস্টে ৩২টি উইকেট নেন অশ্বিন।
৬. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২২-💦২৩ মরশুমে ৪টি টেস্টে ২৫টি উইকেট নেন রবিচন্দ্রন।
৭. ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৩-২৪ মরশুমে ৫টি ট𝐆েস্টে ২৬টি উইকেট দখল করেন অশ্বিন।