একের পর এক বলের গুঁতোয় পার্থ টেস্টে বেশ অসহায় দেখাচ্ছিল মার্নাস ল্যাবুশানেকে। হয়তো তিনি নিজেও ভুলে যেতে চাইবেন এই ম্যাচকে। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫ রান করেন তিনি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রথম ইনিংসের একটি ঘটনা। শূন্য রানে তাঁর ক্যাচ ফেলেছিলেন বিরাট কোহলি, তারপর ঘণ্টাখানেক ধরে ব্যাটিং করার পর মাত্র ২ রান করে আউট হন ল্যাবুশানে। ভারত বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে জয় লাভ করে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস তৈরি করেছে। আর টেস্টের শেষে এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, অজিরা শুধুমাত্র আত্মবিশ্বাস হওয়ার ভাব করেছে, কিন্তু বাস্তব সেটাജ নয়।
প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতীয় পেসাররা দুরন্ত বোলিং করেন। ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ, ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ এবং ৩টি উইকেট নেন হর্ষিত রানা। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন যশস্বী জসওয়াল (১৬১), বিরাট কোহল🍸ি (১০০*) এবং কেএল রাহুল (৭৭)। দ্বিতীয় ইনংসে ভারত ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩৪ রান, কিন্তু সেটা করতে ব্যর্থ হয় তাঁরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩৮ রানে আলাউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩টি করে উইকেট নেন বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
ম্যাচ শেষে কথা বলার সময় মহম্মদ সিরাজ বলে🐠ন, ‘খুব মজা হয়েছে, আমার তো সবসময়ই আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। মার্নাসের বিপক্ষে বল করাটা উপভোগ করেছি। ও খুব চাপের মধ্যে দিয়ে খেলছে। ও বেশির ভাগ বল ছেড়ে দিচ্ছিল, খেলতে চাইছিল না। ও আত্মবিশ্বাসী হওয়ার ভাব করছিল। কিন্তু বাস্তবে সেটা ছিল না। ও খুবই চাপের মধ্যে ছিল।’ উল্লেখ্য, ভারতের পরবর্তী টেস্ট ম্যাচ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে দিন-রাতের এই টেস্ট। তার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় শিবির। ৩০ নভেম্বর থেকে শুরু হবে সেই খেলা। ভারত মোট ৫টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। পার্থে জিতে আবার নিজেদের WTC-এর পয়েন্ট টেবিলের প্রথম স্থান ফিরে পেয়েছে ভারত। এখন সেই স্থান ধরে রাখাই মূল লক্ষ্য তাদের।