শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে পাকিস্তানকে☂ কার্যত টেস্ট সিরিজে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই জিতেছে অজিরা। হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তান দলকে। সিরিজ শুরুর আগেই অজি দলের বাঁহাতি ওপেনার ব্যাটার ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন, তিনি এই সিরিজ খেলেই অবসর নেবেন। আর শনিবার অর্থাৎ ৬ ডিসেম্বর সিডনি টেস্টের চতুর্থ দিনেই এল সেই মাহেন্দ্রক্ষণ। অর্ধশতরান করে অজিদের টেস্ট জয় সুনিশ্চিত করলেন তিনি। আর তার পরেই ওয়ার্নারের বিষয়ে এক অজানা কাহিনী শুনিয়েছেন টেস্টে তাঁর সতীর্থ উসমান খোয়াজা। তিনি জানিয়েছেন, তাঁর মা ডেভিড ওয়ার্নারকে 'শয়তান' বলেন। পাশাপাশি তাঁর মা যে 'শয়তানকে'ই খুব ভালোবাসেন তাও স্পষ্ট করেছেন তিনি।
প্রসঙ্গত এদিন ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাঁকে নিয়ে খোয়াজা স্মৃতিরোমন্🐲থন করার সময়েই এই কথাগুলো বলেছেন। খোয়াজা বলেন, ‘আমার মা-কে জড়িয়ে ধরেছিল ওয়ার্নার। আমাকে যতদিন ধরে চেনে ওয়ার্নার, আমার মাকেও ঠিক ততদিন ধরেই ও চেনে এবং জানে। আমার মা ওকে শয়তান বলে ডাকে। তবে মা বলে ওই শয়তানকেই (ওয়ার্নার) খুব ভালোবাসে। মা এটা বলত, আমার ছেলে (খোয়াজা) শয়তান নয়। এটা জেনে আমার ভ꧑ালো লাগত।’ একাধিক পুরনো স্মৃতি এভাবেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভেসে উঠেছে খোয়াজার স্মৃতিতে।
শনিবার এসসিজির স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন খোয়াজার মা। এদিন অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। ওয়ার্নারের এক একটি শটকে সমর্থন জানিয়েছেন স্ট্যꦿান্ড থেকে। ক্রিকেট ক্যারিয়ারে বিতর্কের সময়েও ওয়ার্নারের পাশে এসে দাঁড়িয়েছেন খোয়াজা, তাঁর পরিবার এবং খোয়াজার মা। এদিন খোয়াজার মা ও ওয়ার্নারের একে অপরকে আবেগঘন আলিঙ্গনের একটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে 💜নীরবে নিভৃতে যেন এক মা তার ছেলেকে অভয় দিয়েছেন, দিয়েছেন পাশে থাকার আশ্বাস।
খোয়াজা আরও বলেন, ‘ওয়ার্নার একজন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান। ও ওর পরিবারকে খুব ভালোবাসে। পরিবারের প্রতি ও খুব যত্নশীল। তিন সন্তান এবং স্ত্রী ক্যান্ডিসের প্রতি ওর ভালোবাসা অগাধ। ওর পার্সোনালিটি অসাধারণ। ম্যাচের বিষয়ে ওর ধ্যান ধারণা খুব ভালো। ম্যাচের পরিস্থিতি ও ভালো বিশ্লেষণ করতে পারে।’ উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই অসাধারণ শতরান করেছিলেন তিনি। আর তৃতীয় টেস্টের দ্বিতীয় ইন𝓀িংসে ৫৭ রানের ইনিংস খেলে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। এদিন ম্যাচ শেষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডেভিড ওয়ার্নার যখন সাজঘরে ফিরলেন সেই সময়ে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে। অভিবাদন জানিয়েছেন খোয়াজার মাও।
বিদায়ী টেস্ট ম্যাচে ওয়ার্নার﷽কে ঘিরে তৈরি হয়েছিল যেন এক আবেগঘন মুহূর্তের। ধরা পড়েছে একাধিক আবেগপ্রবণ ছবি। তাঁকে গার্ড অফ অনার দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। নিজের হেলমেট-গ্লাভস তিনি তুলে দিয়েছেন এক খুদে ভক্তকে।