বৃহস্পতিবার উপ্পলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে শেষ বলের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। স্কোর বোর্ডে বড় রান তুলেও তারা জয় 🎶পায় ১ রানের সংক্ষিপ্ত ব💮্যবধানে। ক্রিকেটে এর থেকে কম রানে ম্যাচ জেতা সম্ভব নয় কোনও দলের পক্ষেই। সেই নিরিখে বলাই যায় যে, টানটান ম্যাচ জয়ের ক্ষেত্রে ফের দৃষ্টান্ত স্থাপন করল সানরাইজার্স।
ম্যাচে টস জ༺িতে সানরাইজার্স শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। ৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৬ রান করে অপরাজ♉িত থাকেন নীতীশ রেড্ডি। পালটা ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০০ রানে আটকে যায়।
উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে সানরাইজার্স যꦍেমন একটি দলগত আইপিএল রেকর্ড গড়ে, ঠিক তেমনই একটি ব্যক্তিগত নজির গড়েন নীতীশ রেড্ডি। সেই সঙ্গে রাজস্ꦜথান তাদের আইপিএল ইতিহাসের একটি হতাশাজনক নজির ছুঁয়ে ফেলে।
সানরাইজার্সের নীতীশ রেড্ডি এই ম্যাচে ৮টি ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম তুলে ফেলেন। আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে কোনও সানরাইজার্স ব্যাটারের মারা সব থেকে বেশি ছক্কার যুগ্ম নজির এটি। এই নিরিখে নীতীশ🐲 বসে পড়েন ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, এনরিখ ক্লাসেন ও ট্র্যাভিস হেডের✃ সঙ্গে একাসনে। নীতীশের মতো এই চার ক্রিকেটারও হায়দারবাদের হয়ে ব্য়াট করতে নেমে আইপিএলের একটি ইনিংসে ৮টি করে ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- IPL 2024-র ৫০ ম্যাচের শেষে সব থেকে বেশি ছয় মেরেছেন কারা🦄? সের💎া ১০-এ তিন SRH তারকা
একটি আইপিএল ইনিংসে কোনও সানরাইজার্স ব্যাটারের সব থেকে বেশি ছক্কা:-
১. ডেভিড ওয়ার্নার- ৮টি বনাম কেকেআর (২০১৭)।
২. মণীশ পান্ডে- ৮টি বনাম রাজস্থান রয়্যালস (২০২০)।
৩. এনরিখ ক্লাসেন- ৮টি বনাম কেকেআর (২০২৪)।
৪. ট্র্যাভিস হেড- ৮টি বনাম আরসিবি (২০২৪)।
৫. নীཧতীশ রেড্ডি- ৮টি বনাম রাজস্থান রয়্যালস (২০২৪)।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, নিজেদের আইপিএল ইতিহাসে সব থেকে কম রানে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগ💮ে কখনও তারা মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচ জেতেনি। হায়দরাবাদ চলতি মরশুমেই পঞ্জাব কিংসকে হারায় ২ রানের ব্যবধানে। এতদিন সেটিই ছিল তাদের সব থেকে কম রানে ম্যাচ জয়ের রেকর্ড।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সব থেকে কম রানে জয়:-
১. রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ রানে জয় (২০২৪)।
২. পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানে জয় (২০২৪)।
৩. মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ রানে জয় (২০২২)।
৪. দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ রানে জয় (২০১৪)।
৫. আরসিবির বিরুদ্ধে ৪ রানে জয় (২০২১)।
অন্যদিকে, রাজস্থান র🌳য়্যালস আইপিএলে এই নিয়ে দু'বার মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচ হারে। এর আগে তারা ২০১২ সালে দিল্লির কাছে ১ রানে ম্যাচ হেরেছিল।
আইপিএলে রাজস্থান রয়্যালসের সব থেকে কম রানে হার:-
১. দিল্লির কাছে ১ রানে হার (২০১২)।
২. হায়দরাবাদের কাছে ১ রানে হার (২০২৪)।
৩. মুম্বইয়ের কাছে ৪ রানে হার (২০১০)।
৪. দিল্লির কাছে ৪ রানে হার (২০১৮)।
৫. পঞ্জাবের কাছে ৪ রানে হার (২০২১)।