শুভব্রত মুখার্জি: শুক্রবার রাতে দিল্লিতে অনুষ্ঠিত হয় চলতি ডব্লুপিএলের এলিমিনেটর ম্যাচ। অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছ✨িল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। এক টানটান শ্বাসরুদ্ধক🌱র ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। যেখানে জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়েও যেন মুম্বই দলের জয় ছিনিয়ে নিল আরসিবি। মাত্র পাঁচ রানে ম্যাচ হারতে হল তাদের। ম্যাচ হারার ফলে স্বাভাবিকভাবেই হরমনপ্রীত কৌরের গলাতে ধরা পড়ল হতাশা।
ম্যাচ হারের পরে হরমনপ্রীত কৌর জানিয়েছেন, ‘আমাদের (ম্ꦅযাচটা জিততে) আর মাত্র একটা বাউন্ডারি প্রয়োজন ছিল। আমরা আজকে সেটা মারতে পারিনি। ফলে আমাদেরকে হারতে হয়েছে। আর এটাই হল এই খেলাটার মজা। প্রতি মুহূর্তে জড়িয়ে রয়েছে অনিশ্চয়তা। এই খেলাটা আমাদেরকে প্রতি মুহূর্তে শেখায় নতুন নতুন কিছু। খেলাটা কখন কখনো চাপে ফেলে। এখান থেকেই আমাদেরকে শিখতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে। আমরা যখন আমার উইকেটেটা হারাই তখন আমাদের ব্যাটাররা যে কোন কারণেই হোক তাদের নার্ভ🅷 ধরে রাখতে পারিনি। আর আমার মতে এটাই হল ম্যাচের টার্ণিং পয়েন্ট।’ উল্লেখ্য মুম্বই ইন্ডিয়ান্স যখন হরমনপ্রীতকে হারায় তখন তাদের ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। তারা শেষ দুই ওভারে মাত্র ১০ রান করতে সমর্থ হয়। ফলে পাঁচ রানে ম্যাচ হারতে হয় তাদের।
এদিন প্রথমে ব্যাট করে আরসিবি। তাদের ইনিংসের সূচনা একেবারেই ভালো হয়নি। দলের ২০ রানে পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর গত ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করা এলিস পেরি এদিন ব্যাট হাতে দলের হাল ধরেন। মাত্র ৫০ বলে ৬৬ রান করেন তিনি। মূলত তাঁর ইনিংসে ভর করেই নির্ধ𝓰া𓆏রিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে আরসিবি।
রান তাড়া করতে নেমে একটা সময়ে মুম্বইয়ের রান ছিল তিন উইকেটে ১২০। অর্থাৎ জয়ের জন্য দরকার ১৬ রান। এই সময়ে আউট🤡 হন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি আউট হয়ে যাওয়ার পরেই বদলে যায় ম্যাচের রঙ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রানে আটকে যায় তারা। ফলে পাঁচ রানে এলিমিনেটরে হারতে হল হরমনপ্রীতদের। এদিন মুম্বইয়ের হয়ে ন্যাট স্কিভার ব্রান্ট (২৩), হরমনপ্রীত কৌর (৩৩) এবং আ্যামেলিয়া কার (২৭*) ব্যাট হাতে লড়াই করেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হলেন।