ভারতীয় তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়ার মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে তৈরি চুরমা উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এতে আবেগপ্রবণ হয়ে পড়েন ༒এবং নীরজের মা সরোজ দেবীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখেন এবং তিনি তাতে বলেছিলেন যে তাঁর উপহার তাঁকে তার মায়ের ♒কথা মনে করিয়ে দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন নীরজ।
আরও পড়ুন… IND U-19 vs AUS U-19: অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিলেন নিখ𒁏িল-ইনান🍰, ২ উইকেটে ম্যাচ জিতল ভারত
নীরজ চোপড়ার মা সরোজ দেবীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী
নীরজ চোপড়ার মা সরোজ দেবীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরে🅺ন্দ্র মোদী। নীরজ চোপড়ার মায়ের জন্য একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। এই চিঠিতে দেশের প্রধামন্ত্রী নীরজ চোপড়ার মাকে তাঁর হাতে তৈরি চুর্মা পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার জ্যামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার করার সময🃏় নরেন্দ্র মোদী এই বিশেষ উপহার পান। এদিকে নীরজ চোপড়ার সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন… ভিডিয়ো: চিৎকার করা মানেই অ্য়াটাকিং নয়… রোহিত শর্মা 𝓡বললেন আক্রমণাত্মক 🎐ক্রিকেট কাকে বলে?
চিঠিতে কী লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘শ্রদ্ধেয় সরোজ দেবী জি, আমি আশা করি আপনি সুস্থ আছেন। গতকাল ভারত সফরে আসা জ্যামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে ভোজসভায় ছিলাম, সেখানেই নীরজ ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। তাঁর সঙ্গে দেখা করার সময় আমার খুশি আরও বেড়ে গিয়েছিল। কারণ তখন সে আপনার হাতে বানানো সুস্বাদু চুরমা আমাকে দিয়েছিলেন। আজ এই চুরমা খাওয়ার পর আপনাকে চিঠি লেখা থেকে নিজেকে আটকাতে পারলাম না। নীরজ ভাই প্রায়ই আমার সঙ্গে এই চুরমা নিয়ে আলোচনা করেন। আজকে সেই চুরমা খেয়ে আমিও আবেগী হয়ে গেলাম। আপনার অগাধ ভালোবাসা আর স্নꦡেহের এই উপহার আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিল।’
আরও পড়ুন… আমাদের সঙ্গে প্রতারণা করা হ🐎য়েছে- CPL 2024 Eliminator ম্যাচ হেরে রেগে লাল আন্দ্র🍸ে রাসেল
নবরাত্রিতে চুরমা খাবেন ভারতের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এটা তার জন্য সৌভাগ্যের বিষয় যে তিনিꦅ নবরাত্রির সময় চুরমার আকারে উপহার পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমি নবরাত্রির সমস্ত ৯ দিন উপবাস করি। একভাবে, আপনার এই চুরমা আমার উপবাসের আগে আমার প্রধান খাবার হয়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে নীরজ চোপড়া যেমন তার মায়ের তৈরি সুস্বাদু খাবার খেয়ে দেশের জন্য পদক জিতেছেন, একইভাবে এই চুরমা তাকে জাতির সেবা করতে সহায়তা করবে। পরবর্তী ৯ দিনের জন্য আপনাকে এটি করার শক্তি দেবে। নীরজ চোপড়ার কথা বলতে গেলে, তিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ রুপোর পদক জিতেছিলেন। এরপর তাকে ডায়মন্ড লিগে ২০২৪-এ দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।