ওয়েস্ট ইন্ডি💦জের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। প্রথমে পিছিয়ে গিয়ে পরপর দুটি ম্যাচে জিতলেও সিরিজ জয়ের আশা ভঙ্গ হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ জেতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন নিকোলাস পুরান। পাঁচটি সিরিজের প্রায় প্রতিটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও নিয়ে গেছেন তিনি। তবে সিরিজ জেতার পরই বিতর্কে জড়ালেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। পুরান তাঁর সতীর্থ আকিল হোসেনের সঙ্গে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন সেখানে তাকে মুখ বন্ধ রাখার মতো ভঙ্গি করতে দেখা যায়। যা মোটেও ভালোভাবে নিতে পারেনি ভারতীয় সমর্থকরা।
মার্কিন যুক্তরা▨ষ্ট্রের ফ্লোরিডায় পঞ্চম ম্যাচ ভারত প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। ওপেনার ব্র্যান্ডন কিং ৫৫ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। এর সঙ্গে সঙ্গেই পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। শুধু এই ম্যাচে নয় সিরিজ জুড়ে অসাধারণ খেলেছেন তিনি। ১৭৬ রান করেছেন সিরিজ জুড়ে। তিনি ম্যাচ শেষ হওয়ার পরেই নিজের বিমান ধরেন। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানের থাকতে পারেননি।
তবে বিম🥂ানে থাকাকালীন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। একটি রিলসে মুখ বন্ধ রাখার ভঙ্গি করে ক্যাপশন লেখেন, 'যারা বিষয়টি জানেন তারা জানেন।' যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য তৃতীয় টি-টোয়েন্টির সময়, ওয়েস্ট ইন্ডিজ তারকা ২০ রানে আউট হন। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া তখন পুরানকে নিয়ে বলেন, 'নিকি ব্যাট করতে আসেনি। আমাদের জোরে বোলার বসিয়ে দেওয়ার সুযোগ দিয়েছে। এর ফলে অক্ষর পুরো চার ওভার বল করতে পেরেছে। যদি বড় শট মারতে চায় তাহলে ওকে মারতে দাও এটাই আমাদের ✃পরিকল্পনা। আমি এই ব্যাপারটাকে উপভোগ করি। এবার নিশ্চই ও শুনছে। পরের ম্যাচে হয়তো দারুণ পারফরম্যান্স করবে।'
বিশেষজ্ঞরা ওমনে করছেন হার্দিকের এই জবাবই পুরান অসাধারণ পারফরম্যান্স করে রিলসের মাধ্💙যমে বুঝিয়ে দিয়েছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের ফলে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দল। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার গত ম্যাচে পারফরম্যান্স আরও সমালোচনার মুখে ফেলে দিয়েছে। এখন এটাই দেখার পরিস্থিতি কাটিয়ে উঠতে কত সময় নেন পান্ডিয়া ব্রিগেড।