তিন ম্যাচের যুব ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া🔯কে হোয়াইটওয়াশ করে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। পরে সিরিজের প্রথম যুব টেস্টেও অজিদের হারিয়ে দেয় ভ💎ারতের ছোটরা। এবং ভারতীয় দল সিরিজের দ্বিতীয় তথা শেষ যুব টেস্টের শুরুটাও করে দারুণভাবে।
সোমবার চেন্নাইয়ে টস-ভাগ্য সঙ্গ দেয় ভারতের। টস জিতে ভারতের ক্যাপ্টেন সোহম পটবর্🌱ধন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। যদিও দলকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেনি ওপেনিং জুটি। তবে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুౠরে দাঁড়ায় ভারতের যুব দল।
গত ম্যাচে ঝোড়ো শতরান করা বৈভব সূর্যবংশী দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। সেট হয়েও উইকেট দিয়ে আসেন অপর ওপেনার বিহান মালহোত্রা। তিনি ৭৫টি বল খেলে মোটে ১০ রান করেন। সাজঘরে ফেরার আগে ১টি চার মা♉রে𒁏ন বিহান।
কেপি কার্তিকেয়াকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে নির্ভরতা দেন নিত্য পান্ডিয়া। তৃতীয় উইকেটের জুটিতে দু'জনে যোগ করেন ১১২ রান। পান্ডিয়া ৮টি বাউন্ডারির সাহায্যে মাত্র ඣ৬৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি নিশ্চিত শতরান মাঠে ফে🥂লে আসেন। নিত্য ১৩৫ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি মোট ১২টি চার মারেন।
কেপি কার্তিকেয়া ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত 𝔉হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন𓆉্ত ৯৯ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন। মারেন ৯টি চার ও ১টি ছক্কা।
দুই সেট ব্যাটার আউট হওয়ার পরে নিখিল কুমারকে সঙ্গে নিয়ে লড়াই জারি রাখেন ক্য🎐াপ্টেন সোহম। প্রথম দিনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উভয়েই। লিখিল ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ৫০ রানের গণ্ডি টপকান। তিনি দিনের শেষ বেলায় আউট হয়ে বসেন ব্যক্তিগত ৬১ রানে। ৯৩ বলের ইনিংসে নিখিল ৭টি চার মারেন।
সোহম ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। ভারত প্রথম দিনের শেষে ৯০ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩১৬ౠ রান সংগ্রহ করে। ১২০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন সোহম। তিনি ৬টি চার মেরেছেন। ১৪ বলে ৭ রান করে নট-আউট থাকেন হরবংশ সিং। তিনি ১টি চার মেরেছেন। প্রথম দিনে অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন হ্যারি।