𒆙 স্থানীয় লিগের বিতর্কিত ম্যাচ নিয়ে অন্য পথে হাঁটতে প্রস্তুত বাংলা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সিএবি। সিএবি-র স্থানীয় ক্রিকেট সংক্রান্ত নিয়ম♌কানুনের বইতে নাকি এত দিন ভুল লেখা ছিল, এবার সেটা মেনে নিলেন সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের কর্তারা। তবে এবার সেই ভুল শুধরে নিতে চাইছে সিএবি।
আসলে সিএবি-র নিয়মের বইতে পরিষ্কার লেখা রয়েছে, বাইরের রাজ্য থেকে এখানে ক্লাব ক্রিকেট খেলতে এলে বোর্ডের অনুমতিপত্র লাগবে। ঘটনা হচ্ছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ঘরোয়া ক্রিকেট অর্থাৎ রঞ্জি ট্রফি জাতীয় প্রতিযোগিতায় খেলতে হলে তবেই এ ধরনের ‘নো অবজেকশন’ দরকার পড়ে। কোনও ক্রিকেটার এক রাজ্য থেকে অন্য রাজ্যের স্থানীয় ক্রিকেটে খেলতে গেলে বোর্ডের অনুমতিপত্র লাগে না। ভারতীয় বোর্ডের ক্😼রিকেট অপারেশন🍒স ম্যানেজার আবে কুরুভিল্লা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন।
আসলে দু’টি স্থানীয় ক্লাব টাউন ও বি এন আর ‘প্রোটেস্ট’ করে, বোর্ডের ‘নো অবজেকশন’ না নিয়েই খেলোয়াড়রা অন্য রাজ্য থেকে কলকাতায় ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছেন। স♈িএবি-র নিয়মের বইতে পরিষ্কার লেখা রয়েছে, বাইরের রাজ্য থেকে এখানে ক্লাব ক্রিকেট খেলতে এলেও বোর্ডের অনুমতিপত্র লাগবে। তবে এটা যে ঠিক নিয়ম নয় সেটা পরবর্তী জানতে পারে সিএবি। তবে নিꦡয়মটা আসলে কী?
এই বিষয়ে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিল তাদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয় যে ভারতীয় বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার আবে কুরুভিল্লাকে চিঠি লিখে বিষয়টি জানতে চাওয়া হবে। এর উত্তর꧅ে কুরুভিল্লা চিঠিতে পরিষ্ꦕকার লিখেছেন, ‘অন্য রাজ্যের ক্রিকেটারের কলকাতার ক্লাবে খেলার বিষয়টি সম্পূর্ণ ভাবে সিএবি-র হাতে। তারাই ঠিক করবে অন্য রাজ্যের ক্রিকেটার তাদের স্থানীয় লিগে খেলতে পারবে কি না।’ তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এর মধ্যে অন্য কারও কোনও ভুমিকা নেই। কলকাতার লিগে খেলতে পারবে কি না, সম্পূর্ণ ভাবে সিএবি-র বিষয়।
আ🍰রও পড়ুন… IPL 2024: সরফরাজের বাবার সঙ্গে ক্রিকেট খেলতেন𝕴 রোহিত শর্মা! অবাক করা কথা বললেন হিটম্যান
বুধবার সিএবি-র অ্যাপেক্স কাউ꧋ন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হল, ভুল সংশোধন করা হবে। তার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়েও কমিটি তৈরি হয়েছে। মহমেডানের খেলোয়াড়দের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে আউট হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। আম্পাারের রিপোর্টেও বলা হয়েছে, অক্রিকেটীয় শট খেলে মহমেডানের ব্যাটসম্যানেরা আউট হয়েছেন। সেই অভিযোগ খতিয়ে দেখবেন অম্বাডসম্যান। বলা হয়েছে সিএবি এবার কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে।