যে আশঙ্কা করা হয়েছিল, সেটাই সত্যি হল। ফিট না হওয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের ২১ জনের (তিনজন রিজার্ভ মিলিয়ে) যে দল ঘোষণা করা হল, তাতে মহম্মদ শামিকে রাখা হল না। তবে পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন বাংলা💧র ছেলে আকাশদীপ। রিজার্ভ ওপেনার হিসেবে বাংলার অভিমন্যু ঈশ্বরণকেও দলে রাখা হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বেঙ্গালুরু এবং পুণেতে ব্যাটিং বিপর্যয়ের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে আনার যে দাবি তোলা হচ্ছিল, সেই পথে হাঁটল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অজিত আগরকর, গৌতম গম্ভীররা বুঝিয়ে দিলেন যে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা থাকলেও টিম ম্যানেজমেন্ট আর পিছনের দিকে তাকাতে চায় না। যদিও ভারতের ব্যাটিং লাইন-আপের প্রথম ছয়ে যাঁদের থাকার কথা, তাঁদের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলবেন। তাছাড়া রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল এবং ঋষভ পন্তরা আগেও অস্ট্রেলিয়ায় খেলেছেন।
৫ পেসার নিয়ে যাচ্ছে ভারত
তবে ভারতের পেস বোলিং বিভাগের অতটাও অভিজ্ঞতা নেই। যে পাঁচজন পেসারকে ১৮ জনের দলে রাখা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে টেস্ট খেলেননি। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, এমন সঙ্গী হিসেবে শুধুমাত্র গতবারের ‘স্টার’ মহম্মদ সিরাজকে পাবেন জসপ্রীত বু🐟মরাহ (তিনটি টেস্ট খেলেছিলেন সিরাজ)। ঘরের মাঠে টেস্ট থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভবত তাঁকে প্রথম একাদশে রাখা হবে।
আরও পড়ুন: BGT-র আগে সরফরাজ🐼কে রোগা ও ফিট করতে পন্তের বড় উদ্যোগ! রহস্য ফাঁস করলেন সূর্যকুমার যাদব
আকাশদীপ ১৮ জনের দলে থাকলেও শুরুতেই প্রথম একাদশে জায়গা পাবেন কিনা, তা নিয়ে একটা ধন্দ আছে। তিনি এই মুহূর্তে যেরকম বোলিং করেন, তা অস্ট্রেলিয়ার পরিবেশের জন্য খুব যে আদর্শ, তেমনটা নয়। তবে লম্বা সিরিজে পেসারদের ওয়ার্ক-লোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকবে। তাই শেষের দিকে তিনি প্রথম একাদশে স🎃ুযোগ পেতে পারেন আকাশদীপ। তিনি ছাড়াও পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হর্ষিত রানা এবং প্রসিধ কৃষ্ণা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশকুমার রেড্ডিকেও দলে রাখা হꦦয়েছে।
আরও পড়ুন: Starc in red hot form: বর্ডার-গাভাসকর ট্রফির🍌 আগে আগুন ফর্মে মিচেল স্টার্ক, সপ্তমে ফর্ম
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের দল
১) রোহিত শর্মা (অধিনায়ক)
২) জয়প্রীত বুমরাহ (সহ-অধিনায়ক)
৩) যশস্বী জয়সওয়াল
৪) অভিমন্যু ঈশ্বরণ
৫) শুভমন গিল
৬) বিরাট কোহলি
৭) কেএল রাহুল
৮) ঋষভ পন্ত (উইকেটকিপার)
৯) সরফরাজ খান
১০) ধ্রুব জুরেল (উইকেটকিপার)
১১) রবিচন্দ্রন অশ্বিন
১২) রবীন্দ্র জাদেজা
১৩) মহম্মদ সিরাজ
১৪) আকাশদীপ
১৫) প্রসিধ কৃষ্ণা
১৬) হর্ষিত রানা
১৭) নীতীশকুমার রেড্ডি
১৮) ওয়াশিংটন সুন্দর
১৯) মুকেশ কুমার (রিজার্ভ)
২০) নবদীপ সাইনি (রিজার্ভ)
২১) খলিল আহমেদ (রিজার্ভ)
আরও পড়ুন: ভিডিয়ো: বিরাট BGT-তে আগুন লাগাতে হবে- মুম্বইয়ে ফিরতেই ভক্তের আবদার শুনে কী বജললেন কোহলি?
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি
গত দু'বার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হে🐎রেছে অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ সালে তবুও স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা ছিলেন না। কিন্তু ২০২০-২১ সালে কার্যত ভারতের তৃতীয় সারির দলের কাছে হেরে গিয়েছিলেন অজিরা। সেই পরিস্থিতিতে এবার নিজেদের মর্যাদা রক্ষার লড়াইয়ে নামছেন তাঁরা।
১) প♒্রথম টেস্ট: ২২ নভেম্বর, ♑পার্থ, সকাল ৭ টা ৫০ মিনিট থেকে শুরু।
২) দ্বিতীয় টেস্ট: ৬ ডিসেম্বর, অ্যা⛦ডিলেড (দিন-রাতের টেস্ট), সকাল ৯ টা ৩০♊ মিনিট থেকে শুরু।
৩) ত🅰ৃতীয় টেস্ট: ব্রিসবেন (গাব্বা), ১৪ ডিসেম্বর, ভোর ৫ টা ৫০ মিনিট থেকে শুর🎀ু।
🃏৪) চ𝔉তুর্থ টেস্ট: মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (বক্সিং ডে টেস্ট), ভোর ৫ টা থেকে শুরু।
৫) পঞ্চম টেস্ট🦂: সিডনি, ৩ জꦍানুয়ারি, ভোর ৫ টা থেকে শুরু।
(বিশেষ দ্রষ্টব্য: ভারতীয় সময় অনুযা𒆙য়ী ম্যাচ শুরুর সময়)