টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ক্ষত এখনও দগদগে রয়েছে। তারইমধ্যে পাকিস্তান দলকে নিয়ে হেড কোচ গ্যারি কার্স্টেন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে দাবি করলেন সেই দেশেরই এক সাংবাদিক ইতিশাম-উল-হক। তিনি দাবি করেছেন, কার্স্টেন বꦗলেছেন যে ‘পাকিস্তান দলের মধ্যে কোনও ঐক্য নেই। ওরা নিজেদের একটা দল বলে। কিন্তু এটা কোনও দলই নয়। ওরা একে অপরকে সাহায্য করে। প্রত্যেকে নিজেদের মতো থাকে। আলাদা থাকে। আমি অনেক দলের সঙ্গে কাজ করেছি (তাঁর কোচিংয়🐻েই ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত)। কিন্তু কখনও এরকম অবস্থা নেই।’
কার্স্টেনের ‘মন্তব্য’-এ হইচই পড়ল পাকিস্তানে
যদিও কার্স্টেন কোথায় সেই মন্তব্য করেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, সেইসব বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি ওই পাকিস্তানি সাংবাদিক। তাতে অবশ্য বিস্ফোরণ ব্যাপকতা ছিটেফোঁটাও কমেনি। বরং ওই সাংবাদিকের পোস্ট ধরেই হইচই শুর꧅ু হয়ে গিয়ꦕেছে পাকিস্তানে। কার জন্য দলের অন্দরে ঐক্য নেই, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
পাকিস্তান দলে ঐক্য নষ্টের পিছনে কে ‘কালপ্রিট’?
এক নেটিজেন বলেন, 'ঐক্য প্রথম নষ্ট করেছিলেন জাকা আশরাফ (পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান)। যিনি 🏅বা🙈বর আজমের অধিনায়কত্ব কেড়ে নিয়ে শাহিনের হাতে আর্মব্যান্ড তুলে নিয়েছিলেন। সেটা একটা বড় ভুল ছিল। যে শাহিন সেইসময় অধিনায়কত্বের দৌড়েও ছিলেন না। মহসিন নকভি আবার উলটো কাজটা করেছিলেন। শাহিনের থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছিলেন। আর বাবরকে ফিরিয়ে দিয়েছিলেন। এখন একে অপরের বিরুদ্ধে রাগ আছে বাবর এবং শাহিনের মনে।' অপর এক নেটিজেন বলেন, 'পাকিস্তান দল কখনও ঐক্যবদ্ধ ছিল না।'
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স
খাতায়কলমে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে সুপার এইটে ওঠার কথা ছিল পাকিস্তানের। কিন্তু আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন বাবর, 🎶শাহিনরা। তারপর ভারতের বিরুদ্ধেও হেরে যান। সেই পরিস্ꦛথিতিতে ভারতের পাশাপাশি গ্রুপ ‘এ’ থেকে সুপার এইটে উঠে গিয়েছে আমেরিকা। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।
অথচ এবার বিশ্বকাপে পাকিস্তানের বোলিং ভালো হয়েছে। কিন্তু পাকিস্তানকে ডুবিয়েছে ব্যাটিং বিভাগই। বিশেষত ডুবিয়েছে মিডল অর্ডার। ব্যাট হাতে যেটুকু যা করেছেন বাবর, মহম্মদ রিজওয়ানরা। বাকিরা পুরোপুরি ডুবিয়ে দিয়েছেন। চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ইফতিকার আহমেদ, শাদাব খান, উসমান খানꦗ, ইমাদ ওয়াসিমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে যে পাকিস্তান জিতেছে, সেটাও বাবর এবং শাহিন থাকলে সম্ভব হত না। ৩৪ বলে অপরাজিত ৩২ রান করেন। আর পাঁচ বলে অপরাজিত ১৩ রান করেন শাহিন। তাঁর দুটি ছক্কা পাকিস্তানকে জিতিয়ে দেয়।
আরও পড়ুন: ICC T20 World Cup-সুপার ৮-এ নামার আগে ফিলগুড মেজাজে কোহলি-হার্দিকরা, খ🎶েললেন বিচ ভলিবল! দেখুন ভিডিয়ো