শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মেরে শতরান, দ্বিশতরান এমনকি ত্রিশতরানও🎐 হাঁকানোর কৃতিত্বের ক্রিকেট সমর্থকরা বারবার ജসাক্ষী থেকেছেন। বীরেন্দ্র সেহওয়াগ, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, এবি ডি'ভিলিয়ার্স, ক্রিস গেইলরা একের পর এক এমন ইনিংস উপহার দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে আইপিএলে ও এমন ঘটনার সাক্ষী থেকেছেন ভক্তরা। শনিবারের ম্যাচে আরসিবির বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জোস বাটলার ছয় মেরে শতরান করার পাশাপাশি দলকে জয়ী করেছেন। আইপিএলের ইতিহাসে প্রথমবার কোন দলকে ছয় মেরে জেতানোর পাশাপাশি নিজ🉐ের শতরান ও পূর্ণ করার প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন বাটলার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কাজ করে দেখালেন স🌄োফি ডিভাইন।
আরও পড়ুন… ভিডিয়ো: ভাগ্য খারাপ হলে এমন🐭ই হয়! ব্যাট ভাঙল, ওই বলেই ক্যাচ আউট হলেন শাহিদ আফ্রিদি
ঘরের মাটিতে হ্যামিলটনে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেখানেই ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ঘটেছে ঘটনাটি।সোফি ডিভাইন ছয় মেরে ম্যাচ জিতিয়েছেন দলকে। পাশাপাশি সম্পূর্ণ করেছেন নিজের শতরানও। মহিলা ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ছয় মেরে দলকে জেতানোর পাশাপাশি নিজের শতরান পূর্ণ করার𓂃 নজির গড়েছেন তিনি।
শনিবার আরসিবির বিরুদ্ধে জোস বাটলার অপরাজিত ছিলেন 𒐪৯৪ রানে।ไ সেখান থেকে ছয় মেরে নিজের শতরান পূরণ করেন তিনি। পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। আজ যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সোফি ডিভাইন এদিন স্টেপ আউট করে ছয় মারলেন। ৯৪ থেকে পৌঁছালেন ১০০'তে। পাশাপাশি দলকে জয়ী করেন।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড দল। ৪৬.৩ ওভারে তারা অল আউট হয়ে যায় ১৯৪ রানে। দলের হয়ে একাধিক ব্যাটার শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সর্বাধিক রান করেছেন এমি জোন্স। তিনি ৫২ বলে ৫০ করেছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে চার্লি ডিন করেছেন ৩৮ রান। এছাড়াও হিথার নাইট ৩১ এবং ন্যাট স্কিভার ব্রান্ট ২৭ রান করেছেন। জবাবে তিন উইকে🌄ট হারিয়ে ৩৯ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সোফি ডিভাইন অপরাজিত শতরান করার পাশাপাশি অ্যামেলিয়া কার ৩১ ,ম্যাডি গ্রিন ৩৮ রান করেছেন।