শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তরফে ঘোষনা করা হয়েছে টি-২০ ফর্ম্যাটের বর্ষসেরা মহিলা ক্রিকেট দল। ২০২৩ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেট দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা।এই দলের অধিনায়ꦇকত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার চামারি আতাপাত্তুকে। সোমবারেই এই দল ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা করে নিয়েছেন ভারতের ব্যাটিং অলরাউন্ডার দীপ্তি শর্মা। দীপ্তির ২০২৩ সালটা বেশ ভালোই কেটেছে। ব্যাট এবং বল হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দেশকে বেশ কিছু ভালো জয় উপহার দিয়েছেন তিনি। আর তার পুরস্কারস্বরুপ জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা দলে।
৩৩ বছর বয়সী দীপ্তি শর্মা ঘটনাচক্রে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়েই খেলেন। গত বছরের শুরুটা তাঁর দারুণ হয়েছিল। মহিলা টি-২০ বিജশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স ছিল তাঁর। তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের কারণে তিনি ম্যাচ সেরার পুরস্কার ও পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫০ বলে করেন ৬৮ রান। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত মাত্র তিন রানে জয় পেয়েছিল। অন্যদিকে গত বছরটা আꦡতাপাত্তুর ও খুব ভালো কেটেছে। করেছেন ৪৭০ রান। স্ট্রাইক রেট ১৩০.৯১। গোটা বছরে হাঁকিয়েছেন ১৫টি ছক্কা।
এই দলে কিপার ব্যাটারের ভূমিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। টি-২০ বিশ্বকাপে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ৪১ গড়ে করেছেন 𓆏৪১০ রান। স্ট্রাইক রেট ১২০.৫৮। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়াও দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ২০২৩ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৪৫ গড়ে করেছেন মোট ৫৮৬ রান। দলে জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং অলরাউন্ডার হেইলি ম্যাথিউস। ২০২৩ সালে ৭০০ রান করার পাশাপাশি ১৯টি উইকেটও নিয়েছেন তিনি। এছাড়াও দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট, কিউয়ি অলরাউন্ডার আমেলিয়া কার, অস্ট্রেলিয়ার এলিস পেরি, অ্যাশ গার্ডনার, মেগান স্কুট।জায়গা পেয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি একেলস্টোন এবং ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা।