রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে বাংলাদেশের কাছে লজ্জার হারের পরে কঠোর সিদ্ধান🦂্ত নিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। দ্👍বিতীয় টেস্টের প্রথম একাদশ থেকে তারা ছেঁটে ফেলল তারকা পেসার শাহিন আফ্রিদিকে।
৩০ অগস্ট, অর্থাৎ শুক🔯্রবার থেকে রাওয়ালপান্ডিতেই খেলা হবে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগে বৃহস্পতিবꦚার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফে প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়নি, তবে জানিয়ে দেওয়া হয় সম্ভাব্য ১২ জনের স্কোয়াড। এই ১২ জনের মধ্য থেকেই পরিস্থিতির নিরিখে মাঠে নামানো হবে ১১ জনকে।
দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে নিশ্চিতভাবেই একাধিক উল্লেখযোগ্য বদল করতে চলেছে পাকিস্তান। তবে সব থেকে চমকে দেওয়া সিদ্ধান্ত হল দলের সেরা পেসার শাহিন আফ্রি𒊎দিকে ছেঁটে ফেলা। কেননা ১২ জনের এই স্কোয়াডে নাম নেই আফ্রিদির। প্রথম টেস্টের পরে সন্তানের জন্মের জন্য বাড়ি ফিরেছিলেন আফ্রিদি। তবে তিনি দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দেন। শেষমেশ এই টেস্টে মাঠে নামার সুযোগ হচ্ছে না আফ্রিদির।
অবশ্য শুধুমাত্র পারফর্ম্যান্স ও পরিবেশ-পরিস্থিতির নিরিখে, নাকি অন্য কোনও কারণে আফ্রিদি বাদ, সেটা বলা মুশকিল। কেননা আফ্রিদির শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে সউদ শাকিলকে ভাইস ক্যাপ্টেন করার মাধ্যমে পিসিবিౠ প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে রেখেছিল শাহিনকে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে শাহিꩲন ৩০ ওভার বল করে ৮৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে ২ ওভার বল করে ৮ রান খরচ করেন তিনি। যদিও কোনও উইকেট পাননি। আফ্রিদি প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। দ্বিতীয় ▨ইনিংসে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
পাকিস্তান প্রথম টেস্টে কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নামে। যার ফল ভুগতে হয় তাদের। তবে দ্বিতীয় টেস্টের ১২ জনের দলে নাম🌃 রয়েছে লেগ স্পিনার আবরার আহমেদের। সেই সঙ্গে মীর হামজার পেস বিকল্পও রাখা হয়েছে ১২ জনের স্কোয়াডে। শেষমেশ দ্বিতীয় টেস্টে মহম্মদ আলি ও মীর হামজার মধ্য থেকে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের সম্ভাব্য ১২ জনের স্কোয়াড
শান মাসুদ (ক্যাপ্টেন), সউদ শাকিল (ভাইস ক্যাপ্টেন), আবরার আহমেদ, মহম্🎉মদ আলি, আঘা সলমন, সইম আয়ুব, বাবর আজম, মীর হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আবদুল্লা শফিক, নাসিম শাহ ও খুররাম শেহজাদ।