ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংস পরাজয়ের সবচেয়ে বড় দায়টা𒊎 গিয়ে পড়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের ওপর। ১৫ অক্টোবর থেকে মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর আজম। সূত্রের খবর পাকিস্তান দলের নতুন নির্বাচন কমিটি এটি সুপারিশ করেছে।
শুক্রবার ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বিব্রতকর পরাজয়ের পর নতুন নির্বাচক কমিটির বৈঠক হয় লাহোরে এবং🀅 এরপর শনিবার মুলতানেও নির্বাচকদের বৈঠক হয়, এরপর বাবর আজমকে দল থে📖কে বাদ দেওয়ার কথা ওঠেছে। তবে দলের অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি প্রতিনিয়ত বাবর আজমকে সমর্থন করছেন।
আরও পড়ুন… বুমরাহ-আর্শ𒈔দীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব
মুলতান টেস্টে হারের পরও বাবরকে রক্ষা করে বলেছিলেন শান। তিনি বাবর আজমকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বলেন। তবে এটা বোঝা যায় যে নির্বাচক কমিটি সম্মিলিতভাবে মনে করেছিল যে বাবর আজম জাতীয় দল থেকে দূরে থাকলে দলের লাভ হবে। এটার কারণ হল নির্বাচক কমিটি মনে করে রান করা এখনও বাবর আজমের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে 🐷তিনি কোনও টেস্টে হাফ সেঞ্চুরি করেননি বাবর আজম।
আরও পড়ুন… ভারতকে সামনে দেখে কি নিজ✅েদের উপর থেকে বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল বাংলাদেশ! কী বললেন🌟 শান্ত?
পাকিস্তান দলের নতুন নির্বাচক কমিটিতে রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলি, সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার, বিশ্লেষক হাসান চিমা এবং যে ফর্ম্যাটের জন্য দল নির্বাচন করা হচ্ছে তার অধিনায়ক ও প্রধান কোচ। তবে, বোঝা যাচ্ছে যে শুক্রবার নির্ব☂াচক কমিটির বৈঠকে শান মাসুদ বা কোচ জেসন গিলেস্পি কেউই ছিলেন না। সব নির্বাচকরা শনিবার মুলতানে গিয়েছিলেন অধিনায়ক ও কোচের পাশাপাশি পিসিবি কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে দেখা করতে। শনিবার অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন উপদেষ্টা বাবরকে দলে রাখার পক্ষে থাকলেও সংখ্যাগরিষ্ঠের মতামত ছিল তাকে দলের বাইরে রাখার।
আরও পড়ুন… IND vs BAN: গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই সেটা স্♒পষ্ট- সূর্যকুমাওর যাদব
বাবর আজম, যিনি গত দুই বছর ধরে ফর্মের জন্য লড়াই করছেন। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া কায়েদ-ই-আজম ট্রফি খেলতে নিজেকে উপলব্ধ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বাবর ২০১৯ সাল থেকে সেই প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলেননি। ব্যাট হাতে প্রতিটি ব্যর্থতায় বাবরের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের দুই ইনিংসে ত෴িনি ফ্ল্যাট উইকেটে ৩৫ রান করতে সক্ষম হন। গত ১৮ ইনিংসে টেস্টে ফ𝔉িফটি করতে পারেননি তিনি। ব্যাট হাতে প্রতিটি ব্যর্থতাই বাবরের ফর্ম নিয়ে প্রশ্ন তোলে। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের দুই ইনিংসে তিনি ফ্ল্যাট উইকেটে ৩৫ রান করতে সক্ষম হন।
২০১৯ থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত, বাবর আজম ২৫টি টেস্টে ৬২ গড়ে রান কর🦋েছেন, যার মধ্যে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে এরপর থেকে তাঁর খারাপ সময় শুরু হয়। এমন অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাবরকে বাদ রাখেন কি নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার। আগামী ১৫ অক্টোবর মুলতানে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল ইংল্যান্ড।