ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুমে ঘরে ফিরেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে। IPL 2025 এর 🍌আগে মুম্বই ইন্ডিয়ান্স পরশ মামব্রেকে তাদের দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। এর আগেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের অংশ ছিলেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে কাজ করবেন। ৫৩ বছর বয়সি পরশ মামব্রে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন, এই দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জিতেছিল।
মুম্বই ইন্ডিয়ান্স বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘পরশ মামব্রে এবং লাসিথ মালিঙ্গার জুটি খুবই বিপজ্জনক। মামব্রে ভারতের ফাস্ট বোলিং বিভাগকে বিশ্বের অন্যতম সেরা লাইনআ🌌পে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সেই টিমের কোচিং দলের একজন অংশ ছিলেন যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল এবং এখন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন তিনি। প্রধান কোচ ܫমাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে কোচিং দলে মালিঙ্গার সঙ্গে কাজ করবেন তিনি।’
আরও পড়ুন… Women's T20 WC 202༒4: জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির
আমরা আপনাকে বলে দিতে চাই যে পরশ মামব্রে ২০০৮ সালে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে MI-এর কোচিং দলের একজন অংশ ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স যখন ২০১৩ সালে প্রথম আইপিএল ট্রফি জিতেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগ T20 (২০১১, ২০১৩) জিতেছিল, তখন পরশ মামব্রে ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বইয়ে জন্মগ্রহণকারী পরশ মꦜামব্রে ১৯৯৬-৯৮ সালে ভারতের হয়ে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছিলেন। মোট পাঁচটি আন্তর্জাতিক উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন… IOA-এর অভ্যন্তꦚরীণ বিরোধ, ভারতীয🐈় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তহবিল স্থগিত করল IOC: রিপোর্ট
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান মহেলা জয়াবর্ধনেকে প্রধান কোচ হিসেবে পুনর্নিযুক্ত করেছে। তিনি ২০১৭-২০২২ সাল পর্যন্🌊ত মুম্বইয়ের প্রধান কোচ ছিলেন। ফ্র্যাঞ্চাইজিটি ২০১৭, ২০১৯ এবং ২০২০-২১ সালে আইপিএল শিরোপা জিতেছিল। জয়াবর্ধনে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়েছেন। যিনি দুই বছর এমআই-এর প্রধান কোচ হিসাবে নিযুক্ত ছিলেন। গত মরশুমে মুম্বইয়ের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। সেই কারণেই নতুন করে কোচিং স্টাফকে দলে নিযুক্ত করে নিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন… RCB কি গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিচ্ছে? IPL 2025 Mega Action-এর আগে এ⭕ই কারণে জল্পনা শুরু
এর কারণ হল আসন্ন আইপিএল-এর মেগা নিলাম। ৩১ অক্টোবরের মধ্যে রিটেন করা ক্রিকেটারদের লিস্ট জমা দিতে বলেছে বিসিসিআই। তবে সেই লিস্ট জমা দেওয়ার আগে মুম্বই ইন্ডিয়ান্স টিম নিয়ে তাদের পরিকল্পনা ও কৌশ🦹ল গড়ে নিতে চায়। সেই কারণেই আগে কোচিং স্টꦅাফ নিযুক্ত করে নিজেদের পরবর্তী ধাপে নিজেদের পা রাখতে চান।