শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। কয়েক ཧদিন আগেই টেস্টে ৫০০ উইকেট নেওয়ারও নজির গড়েছেন। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে একেবারে সমানে সমানে যেন লড়াই চলছে তাঁর। অশ্বিনও চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর ক্যারিয়ারের ৫০০ উইকেট তুলে নিয়েছেন। বর্তমানে নাথান লিয়ন ব্যস্ত রয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে। সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ১৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা। আর এর পরেই নাথান লিয়নকে নিয়ে বড় মন্তব𝐆্য করেছেন অজি দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানিয়েছেন, ২০২৭ পর্যন্ত নাথান লিয়ন খেলা চালিয়ে যান, এমনটাই চান তিনি।
আরও পড়ুন: শ্রেয়স কিন্তু রঞ্জি খেলতে অস্বীকার করেননি- তারকা ব্যাটারﷺের পাশে দাঁড়ালেন গাভাসকর
ওয়েলিংটনে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন নাথান লিয়ন। দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৬৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৬টি উইকেট। ফলে মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ফলে লিড নেয় অস্ট্রেলিয়া। ম্যাচে ১০৮ রান দিয়ে তিনি নিয়েছেন দশটি উইকেট। অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। এর পরেই নাথান লিয়নকে নিয়ে বলতে গিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন꧙, ‘আমি এটা মন থেকে চাইব যে, ও (নাথান লিয়ন) ২০২৭ পর্যন্ত খেলা চালিয়ে যাক। আমার মনে হয়, সেক্ষেত্রে একমাত্র বাধা হতে পারে ওর শরীর। যদি ও ফিট থাকে আমি মনে করি, ও যে ফর্মে রয়েছে তাতে ২০২৭ পর্যন্ত ওর ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াটা কোনও ব্যাপার হবে না। তাই আমি মনে করি, ও যদি নিজের শরীরের প্রতি খেয়াল রাখে. নিজেকে বছরে ১০টি টেস্ট ম্যাচ খেলার বিষয়ে প্রস্তুত রাখতে পারে, তা হলে খেলা চালানোটা কোনও ব্যাপার নয়। আমি চাইব, যাই হোক না কেন, ও ২০২৭ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাক।’
আরও পড়ুন: উমেশ, যশের দ💛াপ📖টকে বুড়ো আঙুল দেখিয়ে মন্ত্রীর শতরান, ৮২ রানের লিড পেল পণ্ডিতের দল
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি 🦄না, ২০২৭ পর্যন্ত খেলা চালিয়ে যেতে ওর খুব বেশি অসুবিধা হবে। আমি তো ওকে আগেই বলে দিয়েছি, যেদিন ও অবসর নেবে, আমি সেই দিন আমার অধিনায়কত্ব ছেড়ে দেব। কারণ দলে নাথান লিয়নের উপস্থিতি আমার জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। একজন অধিনায়কের কাছে ও স্বপ্নের একজন ক্রিকেটার। ও যখন মাঠে থাকে, তখন মস্তিষ্ক অনেকটাই ঠান্ডা থাকে। কারণ সবাই জানে যে,🤪 এমন একজন ক্রিকেটার রয়েছে, যে কোনও পরিস্থিতি থেকে সেই প্লেয়ার ম্যাচ ঘোরাতে সমর্থ। উইকেটে যদি অল্পবিস্তর সাহায্য থাকে, তাহলেই বোলার হিসেবে নাথান অন্য রুপ ধারণ করে।’