শুভব্রত মুখার্জি : আগামী মাসেই শুরু হতে চলেছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ। ২০টি দেশকে নিয়ে আয়োজন করা হচ্ছে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যেই দল ঘোষণাও করে দিয়েছে প্রায় সব দেশ🌺। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সব দেশ সেরে নিচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। একে দেশের হয়ে রয়েছে বিশ্বকাপ খেলার চাপ, তার উপর রয়েছে সমর্থকদের প্রত্যাশা পূরণের চাপ। স্বাভাবিকভাবেই এই সময়ে ক্রিকেটাররা সবথেকে বেশি মানসিক চাপের মধ্যে থাকেন।
আরও পড়ুন… IPL 2024 RR vs PBKS: এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হার♊ের দায় চাপালেন সঞ্জু স্যামসন
এই চাপকে কাটিয়ে দেশের হয়ে সেরা পারফরম্যান্স করাটাই লক🌜্ষ্য সেই দেশের ক্রিকেটার সহ বোর্ডের সমস্ত কর্তা ব্যক্তিদের। আর এই কথাটা মাথায় রেখেই এবার পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিক চাপ লাঘব করতে পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সিএসকের হয়ে কাজ করা ডেভিড রিডকে মেন্টাল অ্যান্ড স্কিল কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করল পিসি♛বি।
প্রসঙ্গত ডেভিড রিড দীর্ঘদিনের অভিজ্ঞ এক ব্যক্তি। তিনি ২০২১ সাল থেকে যুক্ত রয়েছেন চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে। তিনি বিগ ব্যাশ লিগের সঙ্গেও যুক্ত রয়েছেন। মেলবোর্ন স্টার্সের হয়ে এক রকম দায়িত্ব পালন করেছেন তিনি।পিসিবির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বুধবার। পাশাপাশি জানানো হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগেই দলের দায়িত্ব নেবেন তিনি। পাকিস্তান বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি স💎েরে নিতে দুটি সফর করছে। ইতিমধ্যেই শেষ হয়ে আয়ারল্যান্ড সফর। তিন ম্যাচের টি-২০ সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে সিরিজ জিততে হয়েছে বাবরদের। সেখান থেকে ইংল্যান্ড সফরে যাবে জাতীয় দল। যেখানে পাঁচ ম্যাচের টি-২০'র সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।
পাশাপাশি দলের ফিল্ডিং কোচ হিসেবেও নিয়োগ করা হয়েছে সাইমন হেলমুটকে। বিষয়টি নিয়ে বলতে গিয়ে পিসিবি জানিয়েছে, ‘দলের হেড কোচ গ্যারি কার🤡্স্টেন- হেলমুট এবং রিডের নাম সুপারিশ করেন।’ উল্লেখ্য গ্যারি কার্স্টেনও আগামী ১৯ মে থেকে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন। বর্তমানে তিনিও ব্যস্ত রয়েছেন আইপিএল নিয়েই। এরপরেই তিনি পাক জাতীয় দলের সঙ্গে দায়িত্ব নেবেন। আইপিএলে গুজরাট টাইটানস দলের কোচিং স্টাফের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গ্যারি কার্স্টেনকে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করিয়েছে পিসিবি। সাদা বলের ক্রিকেটে তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছꦦে দুই বছরের জন্য। পাশাপাশি লাল বলের ক্রিকেটে কোচ হিসেবে পিসিবি দায়িত্ব দিয়েছে জেসন গিলেসপিকে।