শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। শেষ ওডিআই বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ দুটোতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। দলের পারফরম্যান্স নিয়ে চরম সমালোচনার সম্মুখ꧙ীন হয়েছেন পাক ক্রিকেটাররা। সমালোচিত হয়েছেন পাক অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্বও। এমন আবহে এবার ধীরে ধীরে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। বিশ্বের যত্রতত্র আর ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে তারা বাবরদের খেলতে দিতে একেবারেই নারাজ। যা খবর পাওয়া যাচ্ছে কানাডায় হতে চলা গ্লোবাল টি-২০ লিগেও হয়তো খেলা হবে না বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। বোর্ড সূত্রে খবর ওই লিগে খেলার জন্য বোর্ডের তরফে এই তিন তারকা ক্রিকেটারকে অনুমতিপত্র (NOC) দেওয়া হবে না।
একটা আশঙ্কা এই বিষয়ে আগে থেকেই ছিল। আর এবার 𒈔সেই আশঙ্কাই বাস্তবায়িত হতে চলেছে বলে খবর। আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে কানাডার এই গ্লোবাল টি-২০ লিগ। ১১ অগস্ট পর্যন্ত খেলা হবে এবারের টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ছয়টি দল। এই টুর্নামেন্টে পাকিস্তানের সাতজন ক্রিকেটারের খেলার কথা ছিল।🔴 সেই তালিকায় রয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, মহম্মদ আমির, মহম্মদ নওয়াজ এবং আসিফ আলি। এখন পর্যন্ত যা খবর তাতে পিসিবি এই সাতজনের মধ্যে চারজন ক্রিকেটারকে খেলার বিষয়ে অনুমতিপত্র দিতে পারে বা সেই বিষয়ে তাদের খুব একটা আপত্তি নেই। তবে বাবর, রিজওয়ান এবং আফ্রিদির বিষয়ে কড়া অবস্থান রয়েছে পিসিবির। তাদেরকে তারা অনুমতিপত্র দিতে অরাজি। ফলে বিশেষজ্ঞদের মতে এতে পরিস্থিতি জটিল হতে পারে পাকিস্তান ক্রিকেটে।
টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কার্যত ভরাডুবি হয়েছে। নবাগত আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পর্যন্ত হারতে হয়েছে। আর তারপরে নড়েচড়ে বসেছে পিসিবি। পাক ক্রিকেটের খোলনলচে বদলে ফেলতে চান তারা। ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে নির্বাচক কমিটি। বদল হয়েছে কোচিং স্টাফও। ফলে পিসিবি এই মুহূর্তে যে অবস্থান নিয়েছে তাতে করে তারা তিন ফর্ম্যাটেই খেলা ক্রিকেটারদের দিকဣে আলাদা করে নজর দিচ্ছে। নজর দিচ্ছে তাদের ওয়ার্কলোড ম্যানে🧜জমেন্টে। তাই এই তিন ক্রিকেটারকে তারা অনুমতিপত্র দিচ্ছেন না কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলার। পাশাপাশি তিন ফর্ম্যাটে খেলা নাসিম শাহকেও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেটে খেলার অনুমতিপত্র দেওয়া হয়নি। সাত পাক ক্রিকেটারের বাকি চার ক্রিকেটার যেহেতু তিন ফর্ম্যাটেই খেলেন না, তাই তাদের কানাডার লিগে খেলার অনুমতিপত্র দেওয়া হচ্ছে পিসিবির তরফে।