বিসিসিআই কি আর গোলাপি বলের টেস্টের আয়োজন করবে না? ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগের নিলামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বিসিসিআই সচিব জয় শাহ সাংবাদিকদের🐻 বলেছেন যে, বিসিসিআই আপাতত গোলাপী বলের টেস্টের পক্ষে নয়। কারণ ম্যাচগুলি তাড়াতাড়ি শেষ হওয়ার প্রবণতা থাকে। চার-পাঁচ দিন স্থায়ী না হয়ে, দুই-তিন দিনের মধ্যে শেষ হয়ে যায় টেস্ট। যে কারণে এই মরশুমে ভারতের ঘরের মাঠে পুরুষ বা মহিলা দলের জন্য কোনও গোলাপী বলের (দিন/রাতের) টেস্টের স্লট রাখা হয়নি।
২০১৫ সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টেস্টে প্🦄রথম চোখে পড়ে এই গোলাপী বিপ্লব। অ্যাডিলেডের মাঠে আয়োজিত এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। পিঙ্ক বল যে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে, তা বোঝা গিয়েছিলো শুরু থেকেই। প্রথম বার গোলাপি বলের টেস্ট আয়োজন করার সাহস দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
আরও পড়ুন: ভারী শরীরে আদৌ ইয়ো ইয়ো টেস্ট পাস করতে পারেন রোহিত? খব♈র ম🧜িলল দলীয় সূত্রে
২০১৬ সালের জুলাই মাসে সিএবি সুপার লিগের খেলায় মোহনবাগান বনাম ভবানীপুর ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেটে গোলাপি বলের সূত্রপাত। টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি সেই ম্যাচে খে﷽লেছিলেন মোহনবাগানের হয়ে। বৃষ্টিভেজা মাঠেও ইতিহাসের সাক্ষী হতে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ।
ক্লাবস্তর, ঘরোয়া ম্যাচে গোলাপি বলে খেলা হলেও, আন্তর্জা🍌তিক ক্রিকেটে ‘পিঙ্ক বল টেস্ট’ খেলতে রাজী🐠 ছিল না ভারতীয় দল। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের শীর্ষপদে বসার পরেই বদলায় পরিস্থিতি। তাঁর তত্ত্বাবধানেই দেশে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজিত হয় ২০১৯-এর নভেম্বরে। কলকাতা ইডেন গার্ডেন্সে সেই টেস্টে মুখোমুখি হয়েছিলো ভারত এবং বাংলাদেশ। সৌরভ বোর্ডের মসনদ থেকে সরতেই ভারতীয় উপমহাদেশে যেন থমকে গিয়েছে দিন-রাতের টেস্টের অগ্রগতি।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীদের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। ভারতীয় দল খুব বেশি দিন-রাতের ম্যাচ খেলেনি। এর মধ্যে প্রতি ম্যাচই মাত্র দু’-তিন দিনের মধ্𝐆যে শেষ হয়ে গিয়েছে। এটা টেস্ট ক্রিকেটের জন্য সঠিক🍎 বিজ্ঞাপন নয়। ক্রিকেটার থেকে সাধারণ মানুষ, সবাই চায় টেস্ট ম্যাচ চার-পাঁচ দিন গড়াক। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তবেই ভবিষ্যতে আরও বেশি গোলাপি বলের দিন-রাতের টেস্ট আয়োজন করতে পারি।’
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘শেষ বার অসꩵ্ট্রেলিয়া পিঙ্ক বল টಞেস্টের আয়োজন করেছিল। তার পর থেকে কেউ এটি নিয়ে আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গে আলোচনা করছিলাম দিনরাতের টেস্ট নিয়ে। তবে রাতারাতি এটি হবে না। আমরা ধীরে ধীরে এগোব।’