চলতি রঞ্জি ট্রফির মরশুমে দারুণ ছন্দে রয়েছে কর্ণাটক দল। রীতিমতো দাপটের সঙ্গে হারিয়েছে পঞ্জাবকে। ৭ উইকেটে ম্যাচ পকেটে তুলেছে তারা। কর্ণাটকের স𒁃ামনে রীতিমতো🃏 অনভিজ্ঞ ও অপেশাদার দেখায় পঞ্জাবকে। এখন তারা খেলছে গুজরাটের বিরুদ্ধে এবং এই পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে তারা। তবে ম্যাচ চলাকালীন বড় ধাক্কা খেলো তারা। চোটের জন্য মাঠ ছাড়তে হলো দলের তরুণ ও তারকা বলার প্রসিধ কৃষ্ণাকে।
পাশাপাশি, এই চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। যদিও এই সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে আবেশ খানকে বাড়তি বোলারไ হিসেবে। তবে মনে করা হচ্ছে কৃষ্ণার এই চোট অত্যন্ত গুরুতর এবং দীর্ঘসময় ধরে হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
শুক্রবার, অর্থাৎ ১২ই জানুয়ারি, আমদাব♍াদে রঞ্জি ম্যাচে মুখোমুখি হয়েছে কর্ণাটক ও গুজরাট। প্রথম দিন দাপট দেখা গিয়েছে কর্নাটকের বোলারদের মধ্যে। ৮৮ ওভারের মধ্যে ২৬৪ রানে সবকটি উইকেট হারায় গুজরাট। সৌজন্যে কৌশিকের বিধ্বংসী বোলিং। তিনি তুলেছেন চারটি উইকেট। তবে এদিন ম্যাচে অন্যভাবে চাপে পড়লো কর্ণাটক নিজেও। নিজের ১৫তম ওভার করার সময় কুয়াড্রিসেপে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন দলের পেস তারকা প্রসিধ কৃষ্ণা। মনে করা হচ্ছে এই চোট থেকে সেরে উঠতে এক থেকে দেড় মা🗹স সময় লাগবে পারে কৃষ্ণার। প্রসঙ্গত, এই ম্যাচে দুটি উইকেট নেন তিনি মানান হিংরাজিয়া ও সিদ্ধার্থ দেসাইয়ের রূপে। এবার ব্যাট করার পালা কর্ণাটকের।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই ফরম্যাটে অভিষেক হয় প্রসিধ কৃষ্ণার। প্রথম ম্যাচে প🍃্রভাব ফেলতে সফল না হওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। যদিও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টেস্টের আগে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন যে তাঁকে আরও বেশি ম্যাচ খেলানো হলে সে উন্নতি করতে পারবে। কেপটাউনে দ্বিতীয় টেস্টে তুলনামূলকভাবে ভালো বোলিং করেছিলেন তিনি। যদিও সেই ম্যাচে নজর কেড়েছিলেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। ফাইফার নিয়েছিলেন দুজনেই। প্রথম ইনিংসে সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে বুমরাহ। রীতিমতো চোখের নিমেষে কোমর ভেঙে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের। এবার দেখার বিষয় ঠিক কত তাড়াতাড়ি প্রসিধ কৃষ্ণাকে দেখা যাবে ম্যাচ খে🐠লতে।