সময়টা ভালো যাচ্ছে না পৃথ্বী শ-এর। বাদ পড়েছেন মুম্বইয়ের রঞ্জি দল থেকে। বহুদিন ধরে খেলা হয়নি আন্তর্জাতিক ক্র🗹িকেট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়ম শৃঙ্খলা ঠিক করে মানেন না তিনি। একই সঙ্গে তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এরকম পরিস্থিতিতে পাশে পেলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেলকে। তিনি কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের উদাহরণ টেনে অনুপ্রাণিত করলেন পৃথ্বীকে। এক চিঠিতে চ্যাপেল এই কঠিন পরিস্থিতিতে সব রকম ভাবে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছন।
গ্রেগ চ্যাপেল চিঠিতে লিখেছেন, ‘হাই পৃথ্বী, আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে মুম্বই টিমের বাইরে থাকায় একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হতাশা বোধ করা স্বাভাবিক, কারণ ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। তবে আমি তোমায় জানাতে চাই যে এই মুহূর্তগুলি প্রায়শই ক♕্রীড়াবিদদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই কঠিন সময়গুলো তাদের ক্যারিয়ার এবং তাদের চরিত্র উভয়কেই গঠন করতে সহায়তা করে।’ তিনি আরও লিখেছেন, ‘আমার মনে আছে তোমায় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে দেখেছিলাম, যেখানে তোমার মধ্যে আমি অসাধারণ 🍌প্রতিভা এবং একটি স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলাম। যা স্পষ্ট করে দিয়েছিল যে তুমি এই সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। আমরা যারা তোমার মধ্যে থাকা সম্ভাবনাকে চিনতে পেরেছি তারা বিশ্বাস করি যে তোমার থেকে সেরাটা এখনও আসেনি।’
চিঠির পরের অংশে চ্যাপেল পৃথ্বীকে মনে করিয়ে দেন স্যার ডন ব্র্যাডম্যানের মতো ক্রিকেটারকেও দল থেকে বাইরে করা হয়েছিল এবং তিনি নিজেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছেন। চ্যাপেল লিখেছেন, ‘মনে রাখবে বিপত্তিগুলি প্রতিটি মহান ক্রীড়াবিদদের গল্পের একটি অংশ। এমনকি ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিও বাদ পড়েছিলেন এবং তাঁকে দলে জায়গা ফিরে পাওয়ার জন্য লড়াইও করতে হয়েছে। চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাই তাঁকে মহান ক🔯রেছে। আমার নিজের ক্যারিয়ারে বাদ পড়াটা ছিল মূল্যবান অভিজ্ঞতার একটি অংশ। এটি আমাকে আমার খেলার ধরণ পর্যালোচনা করতে বাধ্য করেছিল। গুরুত্বপূর্ণভাবে এটি আমায় আমার খেলার পদ্ধতিগুলোও নিয়ে ভাবতে বাধ্য করেছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার মানসিকতার বদল ঘটাতে হবে।’
পৃথ্বীর পাশে দাঁড়িয়ে চ্যাপেল লিখেছেন, ‘অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না পৃথ্বী। তুমি এখান থেকে কী করবে সেটাই গুরুত্বপূর্ণ। তুমি এখনও তোমার প্রাথমিক পর্যায়ে আছ, তোমার নিজের চিহ্ন তৈরি করতে অনেক বছর হাতে আছে। তুমি যেমন ক্রিকেটার এবং ব্যক্তি হতে চাও তা কল্পনা করে নাও। নিজেকে এমন লোকেদের মাঝে রাখ যারা আপনাকে উন্নতি করতে অনুপ্রাণিত করবে। নিজের শরীরের যত্ন নাও,ꦏ সঠিক পরিমাণে বিশ্রাম নাও। তো𒁏মার প্রয়োজনীয় শক্তি সঞ্চয় কর এবং ফোকাস তৈরি কর। তুমি যদি এর মধ্য দিয়ে যেতে পার, তবেই ফের ভারতীয় দলে ফিরে যাওয়ার দরজা খুলে যাবে।’