এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি চর্চিত নামটি হল পৃথ্বী শ। এক সময়ের ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার এখন IPL-এ প্রত্যাখ্যাত। অনেকেই মনে করেন কম বয়সে বেশি অর্থ এবং সাফল্য পেয়ে যাওয়ায় এই পরিণতি হয়েছে তাঁর। তবে তাঁর সঙ্গে যা হচ্ছে তা নিয়ে বেশ ব্যথিত পৃথ্বীর ছোটবেলার কোচ সন্তোষ পিঙ্গুৎকার। সবচেয়ে ভাবনার বিষয় একটা সময় যেই ছেলেকে ভারতীয় ক্রিকেটের ‘পরবর্তী সচিন তেন্ডুলকর’ বলা হতো সেই এখন জাতীয় দলের বাইরে। সৌদির জেড্ডায় IPL-এর মেগা অকশন আয়োজিত হয়েছিল এবার। সেখানে উপস্থিত ছিলেন রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়ের মতো পৃথ্বীর প্রাক্তন কোচরা। কিন্তু কেউ তাঁর জন্য বিড করেননি। যা যথেষ্ট হতাশজনক বিষয় এই তরুণ ক্রিকেটারের জন্য। &n▨bsp;
এরপর রঞ্জি ট্রফিতেও মুম্বꦬই দল থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। যা পৃথ্বীর♛ জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খুব ভালো কিছু করতে পারেননি তিনি। ৪ ম্যাচে মুম্বইয়ের হয়ে যথাক্রমে ৩৩, ০, ২৩,৪০ রান করেছেন পৃথ্বী। তাঁর ছোটবেলার কোচ সন্তোষ আশা করছেন পৃথ্বী দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘তার বয়স মাত্র ২৫ বছর। তার হাতে এখনও সময় আছে। সে যদি প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকতে চায় তবে তাকে আরও কঠোর পরিশ্রম করে ফিরে আসতে হবে।’
বিগত ৬ বছরে একাধিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন পৃথ্বী শ। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ ওয়ার্ল্ডকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া ছেলেটা যেন কোথাও হারিয়ে গেছে মনে করছেন সবাই। সন্তোষ মনে করছেন, পৃথ্বীর ক্রিকেটের বাইরের সঙ্গীদের সঙ্গে বেশি মেলামেশার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বিগত দিনে খেলা বাদে অন্যান্য কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে তার। ও ক্রিকেটের বাইরের লোকেদের সঙ্গে বেশি জড়িত ছিল। তবে সে যে ক্রিকেট ভালোবাসে তাতে সন্দেহ নেই। কিন্তু ও খেলার প্রতি তার ভালোবাসাকে তার প্রচেষ্টায় রূপান্তর করতে সক্ষম হয়নি। সেই কারণেই ও এমন খারাপ সময়ের সাক্ষী। যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরে আসতে হবে। সবার প্রার্থনা তার সঙ্গে আছে।’ এর আগে দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালও পৃথ্বীকে নিয়ে কিছুটা একই ক🔥থা বলেছিলেন। এখন দেখার কবে পৃথ্বী এই খারাপ পরিস্থিতি কাটিয়🌄ে ওঠেন।